হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: চলতি বছরে উচ্চ প্রত্যাশিত যে ফিল্মগুলি মুক্তি পাওয়ার কথা তার মধ্যে অন্যতম অল্লু অর্জুনের পুষ্পা: দ্য রুল (Pushpa The Rule latest news)৷ সুকুমার পরিচালিত 2021 সালের ব্লকবাস্টার হিট পুষ্পা: দ্য রাইজ-এর সিক্যুয়েলের প্রোডাকশনের কাজ এখনও চলছে ৷ তবে অল্লু অর্জুনের ভক্তরা পুষ্পা 2-এর প্রথম ঝলক (Pushpa 2 First Glimpse) দেখার জন্য আগ্রহী । সম্প্রতি যা গুঞ্জন ছড়িয়েছে তাতে আশার আলো দেখতে পারেন পুষ্পার ভক্তরা ৷
অল্লু অর্জুনের জন্মদিনেই আসতে পারে প্রথম ঝলক: নির্মাতারা পুষ্পা 2-এর সঙ্গে সম্পর্কে বিশদে বিশেষ কিছু জানাননি ৷ তবে গুজব ছড়িয়েছে যে, 8 এপ্রিল ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসতে পারে ৷ কেন এই তারিখটি এতটা গুরুত্বপূর্ণ তার আভাস রয়েছে সিনেপ্রেমীদের কাছে ৷ 8 এপ্রিল পুষ্পা স্টার অল্লু অর্জুনের জন্মদিন (Allu Arjun Birthday)। এই উপলক্ষে পুষ্পার নির্মাতারা পুষ্পা: দ্য রুলের প্রথম ঝলক প্রকাশ করার পরিকল্পনা করছেন ।
পুষ্পার সাফল্যে সিক্যুয়েলের ভাবনা নির্মাতাদের: পুষ্পা: দ্য রাইজ-এর দুর্দান্ত সাফল্যের পরে নির্মাতারা দেশজুড়ে এই ছবির দর্শকদের কথা মাথায় রেখে একটি সিক্যুয়েলের পরিকল্পনা করেন । পুষ্পা 2-তে একটি বহুজাতিক পরিবেশ থাকবে, যেখানে পুষ্পারাজকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে দেখা যাবে ।