পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Interesting Facts about Pushpa: 'পুষ্পা' ছবিতে আল্লু নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য অভিনেতা - পুষ্পা

2022 সালে 'পুষ্পা: দ্য রাইস' ছবির বক্সঅফিস সাফল্য তৈরি করেছিল রেকর্ড ৷ অভিনেতা আল্লু অর্জুনের অভিনয় ছিল অনবদ্য ৷ সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা ৷ তবে জানেন, এই ছবির জন্য প্রথমে ভাবা হয়নি আল্লুকে ৷ অন্য এক অভিনেতা সময় দিতে না পারায়, আল্লুর কাছে যায় ছবির অফার ৷ তারপরেরটা ইতিহাস ৷

'Pushpa-The Rise'
'পুষ্পা: দ্য রাইস'-এর অজানা কাহিনী

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 10:32 PM IST

Updated : Aug 25, 2023, 10:51 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট: "পুষ্পা ফ্লাওয়ার নয়, ফায়ার ৷" আল্লু অর্জুনের এই সংলাপ দেশজুড়ে ঝড় তুলেছিল অনুরাগীদের মধ্যে ৷ সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইস' ছবির বক্সঅফিস সাফল্য নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ আল্লুর স্টাইল, সংলাপ বলার ধরন দেশজুড়ে আলাদা ক্রেজ তৈরি করেছিল ৷ সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছিল একের পর এক মিমস, রিলস-এ ৷ এবার এই ছবির জন্যই প্রথম কোনও তেলুগু অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছেন ৷ বৃহস্পতিবার সেরা অভিনেতা হিসাবে আল্লুর ঝুলিতে এসেছে প্রথম জাতীয় পুরস্কার ৷ তবে জানেন, এই ছবির বেশ কিছু মজাদার ফ্যাক্ট রয়েছে৷

পরিচালক সুকুমারের সঙ্গে দক্ষিণী অভিনেতা প্রথম জুটি বেঁধেছিলেন 'আর্য' ছবিতে ৷ 2004 সালে মুক্তি পাওয়া এই ছবি সেই সময়ে বক্সঅফিসে সাফল্য এনেছিল ৷ এরপর 2009 সালে মুক্তি পায় 'আর্য 2' ৷ সুকুমার ও আল্লু দ্বিতীয়বার এই ছবিতে জুটি বাঁধেন ৷ তারপর কেটে গিয়েছে দীর্ঘ 10 বছর ৷ এরপর এই জুটি এলেন, দেখলেন, জয় করলেন ৷ 'পুষ্পা' ছবি বক্সঅফিসে আলোড়ন ফেলে দিল ৷ সেই জুটিই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন, যখন সেরা অভিনেতা হিসাবে নাম ঘোষিত হয় আল্লু অর্জুনের ৷

আল্লু অর্জুনকে শুভেচ্ছা পরিচালক সুকুমারের

জানা গিয়েছে, 'পুষ্পা' ছবির জন্য প্রথমে চিত্রনাট্য শোনানো হয়েছিল অভিনেতা মহেশ বাবুকে ৷ তাঁর চিত্রনাট্য পছন্দও হয়েছিল ৷ তিনি এই কাজ করবেন বলে সম্মতি জানিয়েছিলেন ৷ কিন্তু পরিচালক ও অভিনেতার শুটিং-এর তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল ৷ যেকারণে সেই প্রজেক্ট বন্ধও হয়ে গিয়েছিল ৷ এই ছবি ছিল চন্দনকাঠ পাচারকে কেন্দ্র করে ৷ পরিচালক সুকুমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুষ্পারাজ ছবিতে আল্লু যে অভিনয় করেছেন, তা সত্যিই অনবদ্য ৷ এই ছবিতে চরিত্র ফুটিয়ে তোলার জন্য টানা দু থেকে তিন ঘণ্টা মেকআপের জন্য বসে থাকত ৷ একটুও নড়তে চড়তে পারত না ৷ তাঁর এই পরিশ্রমই এনে দিয়েছে পুরস্কার ৷

আল্লু অর্জুন, সুকুমার এবং সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ, একসঙ্গে আসা মানে বক্স অফিসে ম্যাজিক তৈরি করা। 'পুষ্পা' ছবিতেও একই জাদুর পুনরাবৃত্তি ঘটেছে। 'শ্রীবল্লী', 'ও আন্তাভা মাভা' এবং 'সামি সামি' গানগুলো ইউটিউবে ঝড় তুলেছিল। 2022 সালের সেরা 10টি জনপ্রিয় গানের মধ্যে ছিল এই গানগুলি তাছাড়া, গানগুলি 6.2 বিলিয়নের বেশি ভিউ পাওয়া প্রথম ভারতীয় অ্যালবাম হিসাবে রেকর্ড তৈরি করেছে ৷ এই গানগুলির জন্য সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান।

17 ডিসেম্বর, 2021-এ প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল 'পুষ্পা' ৷ বিশ্বব্যাপী 365 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ শুধুমাত্র হিন্দিতেই এই ছবি আয় করেছে 108 কোটি টাকা ৷ 'পুষ্পা' ওটিটি-তেও জনপ্রিয় ছিল। 2022 সালে অ্যামাজন প্রাইমে সবচেয়ে বেশি দেখা সিনেমা ছিল এটি ৷ 2022 সালে যখন টিভিতে সম্প্রচারিত হয়েছিল এই ছবি, তখন সর্বোচ্চ টিআরপি রেটিং পেয়েছিল। এছাড়াও 10 মিলিয়নের বেশি ইন্সটা রিল তৈরি করা হয়েছিল এই ছবির গান ও দৃশ্য নিয়ে ৷ যা এককথায় অনবদ্য ৷

আরও পড়ুন: প্রথম তেলুগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার আল্লু’র, উচ্ছ্বসিত বাকি তারকারাও

অন্যদিকে, 'পুষ্পা 2'-এর শুটিং চলছে জোর গতিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ছোট্ট ঝলক ৷ যা ইতিমধ্যেই ভাইরাল৷ আগামী বছর মুক্তির অপেক্ষায় এই ছবি ৷

Last Updated : Aug 25, 2023, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details