হায়দরাবাদ, 25 অগস্ট: "পুষ্পা ফ্লাওয়ার নয়, ফায়ার ৷" আল্লু অর্জুনের এই সংলাপ দেশজুড়ে ঝড় তুলেছিল অনুরাগীদের মধ্যে ৷ সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইস' ছবির বক্সঅফিস সাফল্য নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ আল্লুর স্টাইল, সংলাপ বলার ধরন দেশজুড়ে আলাদা ক্রেজ তৈরি করেছিল ৷ সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছিল একের পর এক মিমস, রিলস-এ ৷ এবার এই ছবির জন্যই প্রথম কোনও তেলুগু অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছেন ৷ বৃহস্পতিবার সেরা অভিনেতা হিসাবে আল্লুর ঝুলিতে এসেছে প্রথম জাতীয় পুরস্কার ৷ তবে জানেন, এই ছবির বেশ কিছু মজাদার ফ্যাক্ট রয়েছে৷
পরিচালক সুকুমারের সঙ্গে দক্ষিণী অভিনেতা প্রথম জুটি বেঁধেছিলেন 'আর্য' ছবিতে ৷ 2004 সালে মুক্তি পাওয়া এই ছবি সেই সময়ে বক্সঅফিসে সাফল্য এনেছিল ৷ এরপর 2009 সালে মুক্তি পায় 'আর্য 2' ৷ সুকুমার ও আল্লু দ্বিতীয়বার এই ছবিতে জুটি বাঁধেন ৷ তারপর কেটে গিয়েছে দীর্ঘ 10 বছর ৷ এরপর এই জুটি এলেন, দেখলেন, জয় করলেন ৷ 'পুষ্পা' ছবি বক্সঅফিসে আলোড়ন ফেলে দিল ৷ সেই জুটিই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন, যখন সেরা অভিনেতা হিসাবে নাম ঘোষিত হয় আল্লু অর্জুনের ৷
জানা গিয়েছে, 'পুষ্পা' ছবির জন্য প্রথমে চিত্রনাট্য শোনানো হয়েছিল অভিনেতা মহেশ বাবুকে ৷ তাঁর চিত্রনাট্য পছন্দও হয়েছিল ৷ তিনি এই কাজ করবেন বলে সম্মতি জানিয়েছিলেন ৷ কিন্তু পরিচালক ও অভিনেতার শুটিং-এর তারিখ নিয়ে সমস্যা হচ্ছিল ৷ যেকারণে সেই প্রজেক্ট বন্ধও হয়ে গিয়েছিল ৷ এই ছবি ছিল চন্দনকাঠ পাচারকে কেন্দ্র করে ৷ পরিচালক সুকুমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পুষ্পারাজ ছবিতে আল্লু যে অভিনয় করেছেন, তা সত্যিই অনবদ্য ৷ এই ছবিতে চরিত্র ফুটিয়ে তোলার জন্য টানা দু থেকে তিন ঘণ্টা মেকআপের জন্য বসে থাকত ৷ একটুও নড়তে চড়তে পারত না ৷ তাঁর এই পরিশ্রমই এনে দিয়েছে পুরস্কার ৷