পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং - হায়দরাবাদ ফিল্মসিটি

Pushpa 2 Shooting: রামোজি ফিল্মসিটিতে বিশেষ দৃশ্যে শুটিং করতে গিয়ে পিঠে ব্যথা পেলেন আল্লু অর্জুন ৷ অভিনেতার স্বাস্থ্যের কথা মাথায় রেখে পিছল শুটিংয়ের তারিখ ৷ কবে থেকে শুরু হবে শুটিং, জানিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবির টিম ৷

Etv Bharat
পিছোল 'পুষ্পা 2' ছবির শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 4:05 PM IST

Updated : Dec 2, 2023, 4:14 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর:2021সালে 'পুষ্পা:দ্য রাইজ' মুক্তির পর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন 'পুষ্পা: দ্য রুল' দেখার অপেক্ষায় ৷ রামোজি ফিল্ম সিটিতে চলতে থাকা ছবির শুটিং বন্ধ হল আচমকাই ৷ বিশেষ দৃশ্যে শুটিং করতে গিয়ে চোট পেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন ৷ সুকুমার পরিচালিত 'পুষ্পা' ছবির শুটিং বন্ধ হল মাঝপথেই ৷

জানা গিয়েছে, হায়দরাবাদ ফিল্মসিটিতে 'পুষ্পা 2'-এর একটি গান ও অ্যাকশন দৃশ্যের শুট চলছিল ৷ ওয়েবলয়েডের রিপোর্ট অনুযায়ী, আল্লু অনান্যদিনের মতো নিজের শিডিউল অনুসারে শুটিং সেটে আসেন ৷ এরপর শুটিং চলাকালীন পিঠে অসহ্য যন্ত্রণা অনুভব করেন অভিনেতা ৷ পুষ্পার স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিচালক সুকুমার বন্ধ করে দেন ছবির শুটিং ৷ জানা গিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে শুটিং ৷

আল্লু অর্জুনের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, পরিচালকের এই সিদ্ধান্তে রাজি হননি অভিনেতা ৷ তিনি শারীরিক যন্ত্রণা নিয়েই শুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন ৷ কিন্তু পরিচালক সে কথায় কান না-দিয়ে অভিনেতাকে স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন ৷ ইতিমধ্যেই ছবিতে আল্লুর প্রথম ঝলক ও টিজার প্রকাশ্যে এসেছে ৷ যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে শরীর ও মুখে পেইন্ট করিয়েছেন তিনি ৷ পাট্টু শাড়ির সঙ্গে পরেছেন কানে দুল, হাতে চুড়ি ৷ আসলে আল্লু অর্জুনের এই অবতার গনগম্মাথালি দেবতাকে উৎসর্গ করে ৷ প্রত্যেক বছর তিরুপতিতে 'জাতারা' অনুষ্ঠান হয় ৷ সেই উৎসবকে মাথায় রেখে 'ডাককো ডাককো মেকার' গান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে আল্লু অর্জুনের লুক ৷

2021-এর ডিসেম্বরে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' ৷ একজন সাধারণ কর্মচারী থেকে চন্দন কাঠ পাচারকারী হিসাবে পুষ্পারাজের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ আন্নু ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিলকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ ছবিতে রশ্মিকা চরিত্রের নাম ছিল 'শ্রীভল্লি' অন্যদিকে ফাওয়াদকে দেখা গিয়েছে পুলিশ অফিসার ভানর সিং শেখাওয়াতের চরিত্রে ৷ যার সঙ্গে মুখোমুখি দ্বন্দ্বে নামে পুষ্পা ৷ তারপর কী হয়, সেই কাহিনী এগিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ছবিতে ৷

ছবির মুক্তি 2024 সালের 15 অগস্ট ৷ অন্যদিকে একই দিনে মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত অজয় দেবগণ, করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত 'সিংহম এগেইন' ৷

আরও পড়ুন

1. রণবীরের দাপটে বক্স অফিসে ফিকে 'শ্যাম বাহাদুর' ভিকি, দশ কোটিও পেরোতে ব্যর্থ মেঘনা গুলজারের ছবি

2.বোমান ইরানির জন্মদিনে ফিরে দেখা 'ডক্টর আস্থানা' থেকে 'বীরু সহস্ত্রবুদ্ধি'র জার্নি

3.বক্সঅফিসে রণবীরের 'অ্যানিম্যাল' তুফান! পিছনে ফেললেন শাহরুখ-সলমন-রজনীকান্তকে

Last Updated : Dec 2, 2023, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details