পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মৃত্যুর কোনও ভিসা লাগে না'- সলমন ঘনিষ্ঠ বলেই পাঞ্জাবি গায়ক গিপ্পির বাড়ি লক্ষ্য করে গুলি! - Lawrence Bishnoi

Lawrence Bishnoi on Salman Khan: সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, প্রাণনাশের হুমকি পেলেন পাঞ্জাবি গায়ক গিপ্পি গেরেওয়াল ৷ ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷

Etv Bharat
পরোক্ষে ফের প্রাণনাশের হুমকি সলমন খানকে

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 12:40 PM IST

হায়দরাবাদ, 26 নভেম্বর: সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই 'অপরাধ'। রোষের মুখে পড়তে হল পাঞ্জাবি গায়ক গিপ্পি গেরেওয়াল ৷ কানাডার ভ্যানকাউভারের রক এলাকায় গিপ্পির বাড়ি লক্ষ্য করে চলল গুলি ৷ শনিবার সোশাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ যাঁর বিরুদ্ধে একাধিকবার সলমন খানকে মারার হুমকির অভিযোগ উঠেছে ৷

সোশাল মিডিয়ায় লরেন্স গিপ্পিকে উদ্দেশ্য করে লিখেছেন, "সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সে তোমাকে রক্ষা করতে পারবে না ৷ এবার সময় এসেছে তোমার 'ভাই'য়ের বাইরে বেরিয়ে এসে তোমাকে রক্ষা করার ৷ এই মেসেজে সলমনের জন্যও ৷ বোকার মতো ভেবো না যে দাউদ ইব্রাহিমও তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে ৷"

মেসেজে আরও লেখা হয়, "কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সিধু মুজ ওয়ালার মৃত্যুতে তোমার প্রতিক্রিয়া নজর এড়ায়নি আমাদের ৷ আমরা তাঁর চরিত্র এবং তাঁর অপরাধমূলক সংযোগ সম্পর্কে ভালভাবে অবগত ৷ এটা শুধু একটা ট্রেলার ছিল ৷ পুরো সিনেমাটা খুব শীঘ্রই দেখতে পাবে ৷ যে কোনও দেশে পালিয়ে যেতে পার কিন্তু মনে রেখো মৃত্যুর কোনও ভিসা লাগে না ৷ তার যেখানে আসার তা ঠিকই আসবে ৷"

এর আগে এপ্রিল ও জুন মাসে বিষ্ণোই সম্প্রদায় সলমন খান বা তাঁর বাবা সেলিম খানকে মেরে ফেলার হুমকি ফোন ও চিঠি পাঠিয়েছিল ৷ একাধিকবার খোলাখুলি সলমনকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই ৷ কৃষ্ণসায়র হরিণ হত্যার অপরাধে প্রকাশ্যে ভাইজানকে ক্ষমা চাওয়ার দাবিও করেছিল লরেন্স ৷ এমনকী, 30 এপ্রিল নাকি খুন হতে চলেছেন সমলন খান, এই বলে ফোনে হুঁশিয়ারিও এসেছিল ৷ পুলিশ কন্ট্রোল রুমে ফোন পাওয়ার পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ ৷ এবার সলমনের ঘনিষ্ঠ হিসাবে প্রাণনাশের হুমকি পেলেন পাঞ্জাবি গায়ক গিপ্পি গেরেওয়াল ৷ জেলে বসেই বিষ্ণোই তার হুমকির কাজ জারি রাখছে।

ABOUT THE AUTHOR

...view details