পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Fukrey 3 Trailer: বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার - পরিচালক মৃগদীপ সিং লাম্বা

মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার ৷ পরিচালক মৃগদীপ সিং লাম্বার এই ছবিতে এবারও দেখা গেল হাসির ছড়াছড়ি ৷

Fukrey 3 Trailer
মুক্তি পেল ফুকরে 3 ছবির ট্রেলার

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 6:41 PM IST

Updated : Sep 5, 2023, 6:49 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর:মুক্তি পেল মৃগদীপ সিং লাম্বা পরিচালিত 'ফুকরে 3' ছবির ট্রেলার ৷ বলিউডে সিক্যুয়ালের রমরমা চলছে বেশ কয়েক বছর ধরে ৷ নজর কাড়ছে একের পর এক ছবির পরবর্তী পর্বের কাহিনি ৷ ঠিক এই মুহূর্তে 'ওএমজি', 'গদর' এবং 'ড্রিম গার্ল'-এর মতো ছবির সিক্যুয়ালগুলি কতখানি জনপ্রিয়তা পেয়েছে তা আলাদা করে না বললেও চলে ৷ এমনই আবহে ফরহান আখতারের এক্সেল প্রোডাকশন হাজির হতে চলেছে তাঁদের রমকম ছবি 'ফুকরে'-এর তৃতীয় পর্ব নিয়ে ৷ ছবিতে রয়েছেন বরুণ শর্মা, মনজোত সিং, পুলকিত সম্রাট, রিচা চাড্ডা এবং পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

তাঁদের গুণেই এর আগে হিট হয়েছিল ছবির প্রথম দু'টি পর্ব ৷ এবারও তাই উত্তেজনা চরমে উঠেছে এই ছবি নিয়ে ৷ ট্রেলার এবারও মিলল হাসির হাঙ্গামা ৷ এখানে রোমাঞ্চ যেমন রয়েছে তেমনই রয়েছে দমফাটা হাসি ৷ বরুণ শর্মা, মনজোত সিং, পুলকিত সম্রাট জুটির সঙ্গে একেবারে অন্য মেজাজে দেখা মিলবে পঙ্কজের ৷ ফুকরেদের নিয়ম মেনে শুরু থেকেই বরুণের প্রতিটি সংলাপে রয়েছে হাসির ছড়াছড়ি ৷

এবারও তারা চারজন জড়িয়ে পড়ে রাজনীতির সঙ্গে ৷ চুচে নাকি এবার চলেছে নেতা হতে ৷ পণ্ডিতজি আর বাকিদের সঙ্গে নিয়ে কীভাবে এগিয়ে চলে এই গল্প সেটাই দেখার ৷ 2013 সালে রূপোলি পর্দায় প্রথমবার অনুরাগীদের দেখা হয়েছিল এই তিন ফুকরের সঙ্গে ৷ 4 কোটি টাকায় তৈরি সেই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় 50 কোটি টাকা ৷ সেই ছবির একটি দৃশ্য রয়েছে এই ছবির ট্রেলারে ৷

আরও পড়ুন:স্বামীর মৃত্যু রহস্য চেপে রাখতে বদ্ধপরিকর করিনা, মুক্তি পেল 'জানে জা'র ট্রেলার

এরপর 'ফুকরে 2' তৈরি হয় 2017 সালে ৷ এই ছবিটিও জনপ্রিয় হয় ৷ আর এবার আসছে 'ফুকরে 3' ৷ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বিপুল ভিগ ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন গন্ধর্ব, সুমিত বেলারি এবং তানিস্ক বাগচী ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে রয়েছেন অভিষেক নালিওয়াল ৷ আর সম্পাদনার দায়িত্ব সামালেছেন মনন অশ্বিন মেতা ৷

Last Updated : Sep 5, 2023, 6:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details