পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Case against Adipurush: 'আদিপুরুষ' সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে - Adipurush on high court

'আদিপুরুষ' সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে ৷ জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন কলকাতা হাইকোর্টেরই আইনজীবী তন্ময় বসু।

Adipurush on high court
'আদিপুরুষ' সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা

By

Published : Jun 24, 2023, 11:04 PM IST

কলকাতা, 24 জুন: মা সীতার বিকৃত রূপ । 'আদিপুরুষ' সিনেমার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । জনস্বার্থ মামলাটি করেছেন কলকাতা হাইকোর্টেরই আইনজীবী তন্ময় বসু । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।

ওম রাউত পরিচালিত আদিপুরুষ আবারও আইনি জালে ৷ এবার কলকাতা হাইকোর্টে সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ আইনজীবী তন্ময় বসু জানিয়েছেন, 'আদিপুরুষ' সিনেমাতে পুরো 'রামায়ণ' গল্পটাকেই একটা মুচমুচে যৌনতার মোড়কে পরিবেশন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন,"সীতা যাঁকে আমরা খানিকটা মাতৃস্নেহের চোখে দেখি, তাঁকে সম্পূর্ণ যৌন বস্তু হিসাবে তুলে ধরা হয়েছে। সংলাপের মধ্যে অসংখ্য গালিগালাজ রয়েছে। যার কিছু পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেটা খুবই সামান্য। যা হিন্দুধর্ম ভাবাবেগে আঘাত হানবে। নেপাল সরকার ইতিমধ্যে এই সিনেমা বন্ধ করে দিয়েছে। মুম্বইতে অনেক সিনেমা হলেই এই সিনেমা দেখানো হচ্ছে না। এই রাজ্যে এই সিনেমার প্রদর্শন বন্ধ করা হোক। "

দিল্লি এবং এলাহাবাদ হাইকোর্টে ইতিমধ্যেই 'আদিপুরুষ'-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও সংলাপ বদল করায় নেপাল আদালত ছবির বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা তুলে নিয়েছে ৷ অন্যদিকে, শনিবার সকালেই হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৷ 'আদিপুরুষ' ছবির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লেখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ চিঠিতে দাবি করা হয়েছে, 'আদিপুরুষ' ছবির পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ জানাবে অ্যাসোসিয়েশন ৷

আরও পড়ুন: হিন্দু ভাবাবেগে আঘাত ! আদিপুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে

চিঠিতে আরও অভিযোগ করে বলা হয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য হিন্দু দেবদেবীদের মতোই ভগবান শ্রী রাম, সীতা ও রাম সেবক হনুমানের পুজো করা হয় ৷ কিন্তু ছবিতে তাঁদের চরিত্রকে ভুলভাবে প্রদর্শন করা হয়েছে এবং মহাকাব্য রামায়ণের অপমান করা হয়েছে ৷ চিঠিতে অভিযোগ করে বলা হয়েছে, বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ব্যবসায়িক লাভের জন্য টিকিট মূল্য কমিয়ে দিয়েছেন ছবির প্রযোজক ৷ এই ধরণের ঘটনার ফলে সমাজের কাছে ভুল বার্তা পাঠানো হচ্ছে ৷ ছোটবেলা থেকে রামায়ণ মহাকাব্যের প্রতি যে বিশ্বাস ও ভক্তি তৈরি করা হয়, তা নষ্ট করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details