কলকাতা, 12 অগস্ট: পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার' ৷ আর এই ছবির হাত ধরে 'গুমনামি'র পর আরও একবার একসঙ্গে রূপোলি পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ৷ অবশ্য় পর্দায় তাঁদের একজনের নাম ডিসিপি পোদ্দার আর অন্য়জন প্রবীর রায়চৌধুরী ৷ শেষ হল বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং ৷ শনিবার ভিডিয়ো বার্তায় এমনটাই জানালেন সৃজিত-প্রসেনজিৎ-অনির্বাণরা ৷ সঙ্গে ছিলেন অভিনেত্রী জয়া আহসানও ৷
শনিবার একটি ভিডিয়ো শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, "আজ সকালের ঘটনা ৷ শেষ হল দশম অবতার ছবির শুটিং পর্ব ৷ তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে এই পুজোয় ৷" ভিডিয়োতেও একই কথা জানান বুম্বা দা ৷ তবে এখানে একটি ছোট্ট মজাও হয় ৷ সৃজিত তাঁকে জিজ্ঞাসা করেন, "প্রবীরবাবুর কেমন লাগল কাজটা করে ?" উত্তরে প্রসেনজিৎ ফিরিয়ে আনেন তাঁর '22শে শ্রাবণ' ছবির সেই বিখ্যাত সংলাপ, "বাবু নয় স্যার ৷" বাকি অংশটা অবশ্য় বলে দেন পরিচালকমশাই নিজেই, "আমি মুদির দোকান চালাই না ৷" আর তারপর সকলেই একসঙ্গে হেসে ওঠেন ৷ সবমিলিয়ে ছবির শুটিং শেষের খবরে উৎসাহ স্বভাবতই আরও কয়েক গুণ বেড়ে গেল অনুরাগীদের ৷