পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Prosenjit wishes Trishanjit: অভিনয়ে পা মিশুকের, আবেগী বার্তা বাবা প্রসেনজিতের - Prosenjit wishes Trishanjit

অভিনয়ে পা রাখতে চলেছেন ছেলে মিশুকও ৷ শুভেচ্ছায় তাঁকে ভরিয়ে দিলেন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ জানালেন, "প্রথম কাজ সবসময় স্পেশাল।"

Prosenjit wishes Trishanjit
ছেলেকে নিয়ে আবেগী বার্তা দিলেন বাবা প্রসেনজিৎ

By

Published : Mar 31, 2023, 1:55 PM IST

কলকাতা, 31 মার্চ: প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের ছেলে মিশুক অর্থাৎ তৃষানজিৎও বাবার মতোই বেছে নিলেন অভিনয়কেই ৷ স্টারকিডদের অভিনয়ের দুনিয়াকে বেছে নেওয়ার তালিকায় এবার তাই যুক্ত হল আরও একটি নাম ৷ মিশুককে তাঁর প্রথম স্টেজ শোয়ের আগে শুভেচ্ছা জানালেন বাবা প্রসেনজিৎও ৷ তিনিই এদিন শেয়ার করেছেন ছেলের প্রথম নাটকের পোস্টার ৷

এই ছবিটি শেয়ার করে তিনি লেখেন,'প্রথম কাজটা সব সময় স্পেশাল ৷ তোমার প্রথম স্টেজ শোয়ের আগে শুভেচ্ছা জানাই তৃষানজিৎ ৷ লর্ড অফ দ্য ফাইলস-এর বাকি টিমকেও শুভেচ্ছা ৷' বাবাকে দেখে ছেলের অভিনয় জগতকে বেছে নেওয়ার কাহিনি নতুন কিছু নয় ৷ প্রসেনজিৎ নিজেও তাই করেছেন। এবার একই কাজ করল ছেলে মিশুকও ৷ কয়েকদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন ইরফানের পুত্র বাবিল খান ৷ আবার শ্রীদেবী কন্যা খুশি কাপুর এবং শাহরুখ কন্য়া সুহানারও ডেবিউ হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷

এবার মিশুকও শুরু করলেন তাঁর অভিনয় জীবন ৷ নাটকের নাম 'লর্ড অফ দ্য ফাইলস' ৷ প্রসেনজিৎ এখন অপেক্ষায় রয়েছেন তাঁর আগামী ছবি 'শেষ পাতা'র মুক্তির জন্য় ৷ অতনু ঘোষের এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন গার্গী রায়চৌধুরীর সঙ্গে ৷ এখানে ফুটে উঠবে এক লেখকের কাহিনি ৷ যাঁকে লিখতে হবে তাঁর স্ত্রীর মৃত্যু সম্পর্কে ৷ 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

এই ছবি ছাড়াও অবশ্য হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের ৷ সকলের প্রিয় বুম্বাদাকে আগামী দিনে দেখা যাবে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ছবিতে ৷ এই ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে দেবী চৌধুরানীর চরিত্রে ৷ আর অন্য়দিকে বুম্বাদা হতে চলেছেন ভবাণী পাঠক ৷ ছবিটির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ এই ছবির চিত্রনাট্যের কাজ অবশ্য় ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে ৷ প্রসেনিজৎ নিজেও চিত্রনাট্য উলটে পালটে দেখার কাজ শুরু করে দিয়েছেন ৷

আরও পড়ুন:'ফরজি' দেখতে গিয়ে পাকিস্তানপন্থী সংলাপ দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

ABOUT THE AUTHOR

...view details