পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Scoop Release Date: এবার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় বুম্বাদা, সামনে এল 'স্কুপ' মুক্তির দিনক্ষণ - এবার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় বুম্বাদা

নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট 'স্কুপ'-এর হাত ধরে পর্দায় আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ এবার জানা গেল 2 জুন মুক্তি পেতে চলেছে 'স্কুপ' ৷

Scoop Release Date
সামনে এল বুম্বাদার স্কুপ মুক্তির দিনক্ষণ

By

Published : May 11, 2023, 12:43 PM IST

হায়দরাবাদ, 11 মে:প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেষ হিন্দি সিরিজ 'জুবিলি' প্রশংসা কুড়িয়েছে কয়েকদিন আগেই ৷ ভারতীয় সিনেমার সোনালি অতীতের কাহিনি উঠে এসেছে এই সিরিজে ৷ অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দারিদের সঙ্গে বেশ নজর কেড়েছে বুম্বাদার অভিনয়ও ৷ এবার আগামীতে তাঁকে দেখা যাবে নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট 'স্কুপ'-এ ৷ বৃহস্পতিবার সামনে এল এই আসন্ন নেটফ্লিক্স প্রজেক্টটির মুক্তির দিনক্ষণ ৷

বৃহস্পতিবার এই নতুন প্রজেক্টের একটি ভিডিয়ো শেয়ার করেছেন নির্মাতারা ৷ সেখানেই জানা গিয়েছে 2 জুন মুক্তি পেতে চলেছে 'স্কুপ' ৷ এই গল্পে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় অভিনয় করতে চলেছেন একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের চরিত্রে ৷ চরিত্রটির নাম জয়দেব সেন ৷ তাকে একসময় গুলি করে খুন করা হয় ৷ ছোটা রাজেন এবং দাউদের আন্ডার ওয়ার্ল্ডের কাহিনিও উঠে আসবে এই প্রজেক্টে ৷ উঠে আসবে সাংবাদিকতার জানা অজানা কিছু কাহিনি ৷

'স্কুপ' পরিচালনার দায়িত্বে হনসল মেহেতা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও 'স্কুপ'-এ অভিনয় করবেন করিশ্মা তান্না বেঙ্গারা, মহম্মদ জিসান আয়ুব, শিখা তলসানিয়ার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ প্রসেনজিতের এই নতুন প্রজেক্টটি এখন কেমন হয় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে ৷ বাংলার পাশাপাশি বলিউডেও নতুন করে নিজের পরিচিতি তৈরি করছেন বুম্বাদা ৷

টলিউডে আগামীতে তিনি অভিনয় করতে চলেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি 'দেবী চৌধুরানী'-তে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে ভবানী পাঠকের চরিত্রে ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের উপন্য়াস অলম্বনে তৈরি এই ছবিতে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ৷ ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ এই ছবিতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকেও ৷ তাই বুম্বাদার আসন্ন একের পর এক প্রজেক্টের জন্য় এখন রীতিমতো আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন:'দ্য কেরালা স্টোরি'র সাফল্যের জের! জন্মদিনে আদার ঝুলিতে আরও একটি নতুন ছবি

ABOUT THE AUTHOR

...view details