কলকাতা, 6 ডিসেম্বর:উত্তম-সুচিত্রা জুটির পর আর কারা গড়ে তুলতে পেরেছেন সোনার জুটি ? বাংলা ছবির ইতিহাস মাথায় রেখে উত্তরটা দিতে গেলে মাথায় আসবে একটাই নাম ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এই জুটির ছবির সংখ্যা এবার হাফ সেঞ্চুরির কোঠায় । 'নাগপঞ্চমী' দিয়ে পথচলা শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা । যদিও 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির পর আর তাঁরা একসঙ্গে কাজ করেনি দীর্ঘ 14 বছর । এরপর আবার তাঁদের দেখা মেলে 'প্রাক্তন' ছবিতে ৷ 'দৃষ্টিকোণ'-এ আবার দেখা যায় দু'জনকে । আর এবার আসছে তাঁদের জুটির নতুন ছবি 'অযোগ্য'। এটাই তাঁদের পঞ্চাশতম ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির নাম, লোগো এবং প্রথম পোস্টার ৷
কেন ছবির নাম 'অযোগ্য'? এই প্রশ্নের উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "কেন ছবির নাম 'অযোগ্য' এটা বলে দিলে গল্পটা বলা হয়ে যাবে । তবে, এই ছবি ভালোবাসার ছবি । এটা কোনও থ্রিলার নয় । এটাকে পরকীয়া প্রেম বলা যাবে না, এমনকী পুরনো প্রেম বলা যাবে না ৷ এমন কিছু আমরা দেখাতে পারিনি যা ওঁদের বয়সের সঙ্গে ম্যাচ করে না । ওঁদের কাজের নিষ্ঠা বলে দেয় পঞ্চাশ হাসতে হাসতে ষাট হয়ে যাবে । অযোগ্যর মধ্যে একটা টিপ সই আছে । ওটাই বলে দেয় অনেক কথা । ওঁদের বয়স, ম্যাচুরিটি ভেবে গল্প বানাতে হয়েছে ।"