পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Prosenjit on Rituparno: 'স্পেশাল ব্রেকফাস্টটা ভুলিসনি তো?', বন্ধু ঋতুপর্ণকে জন্মদিনে 'খোলা চিঠি' প্রসেনজিতের - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বন্ধু ঋতুপর্ণর জন্মদিনে আবেগী হয়ে পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ ডুব দিলেন পুরনো স্মৃতিতে ৷

Pic Prosenjit Chatterjee Instagram
ঋতুপর্ণর জন্মদিনে আবেগী প্রসেনজিৎ

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 9:10 PM IST

কলকাতা, 31 অগস্ট: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভিতর থেকে অন্য এক প্রসেনজিৎকে যিনি আবিষ্কার করেছিলেন সেই মানুষটি নিঃসন্দেহে পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ তাঁর একাধিক ছবিতে প্রিয় বুম্বাকে একেবারে অন্য়ভাবে সকলের সামনে এনেছিলেন পরিচালক ৷ 'ঊনিশে এপ্রিল', 'দোসর', 'খেলা', 'সব চরিত্র কাল্পনিক'-এর মতো ছবিতে বারবার নিজেকে ভেঙেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷

টেলিপাড়ার ‘পোসেনজিৎ’ ইমেজটিকে ছুঁড়ে ফেলে এমন এক নতুন অলংকরণে নিজেকে সাজিয়ে তোলা সহজ ছিল না ৷ যে বন্ধু তাঁকে চিনিয়ে দিয়েছিলেন সেই পথ, অকালেই তাঁকে হারাতে হয়েছে ৷ সে যন্ত্রণা যে ভোলার নয় তা নিজেও জানেন তিনি ৷ আর তাই আজ বন্ধুকে নিয়ে আবেগী হয়ে পড়লেন অভিনেতা ৷

ঋতুপর্ণর জন্মদিনে দু'টি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখলেন, "শুভ জন্মদিন ঋতু । জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্টটা ভুলিসনি তো ? আমাদের বন্ধুত্ব, অভিমান, একসঙ্গে কাজ... সবটা নিয়েই আমি জানি তুই আমার পাশেই আছিস । ভালো থাকিস বন্ধু ৷" বুম্বা’দার এই 'খোলা চিঠি' পড়তে গিয়ে অনেকের মনেই হয়তো ভেসে উঠবে রুদ্র মহম্মদ শাহিদুল্লাহের সেই অমোঘ লাইন, "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো ৷"

প্রয়াত বন্ধুর 'আকাশের ঠিকানা'তেই হয়তো এই চিঠি পাঠাতে চাইলেন অভিনেতা ৷ এক সময় নানাভাবে প্রসেনজিৎকে ব্যবহার করেছিলেন ঋতুপর্ণ ৷ কখনও রবি ঠাকুরের গল্পে, আবার কখনও উদাসী প্রেমিক পরিচালক রূপে ৷ কখনও বা তাঁর হাত ধরে প্রসেনজিৎ হয়ে গিয়েছেন যন্ত্রণায় বিধ্বস্ত কবি ৷ কখনও বা সম্পর্কের বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা সেই মানুষ যাঁর কাছে নিজের স্ত্রী’ই হয়ে গিয়েছে অচেনা ৷ হয়তো আজ নেই ঋতুপর্ণ কিন্তু তাঁর কাজের মধ্যেই রয়ে গিয়েছে প্রসেনজিৎ-ঋতু জুটির গভীর বন্ধুত্বের ইতিবৃত্ত ৷

আরও পড়ুন:'মানিকবাবুর মানসপুত্র', ঋতুপর্ণর জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন লাবণী

অভিনয়ের কথা বলতে গেলে, আগামীতে বেশ কয়েকটি ছবি রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে ৷ সম্প্রতি তিনি শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' ছবির শুটিং ৷ আবার শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ছবির কাজও রয়েছে তাঁর হাতে ৷ নভেম্বরে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details