কলকাতা, 10 ফেব্রুয়ারি: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পর এবার আরেক বিখ্যাত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বাংলা ছবির বু্ম্বাদা । তিনি অতনু ঘোষ ৷ পয়লা বৈশাখে দর্শকের দরবারে আসতে চলেছে অতনু ঘোষ পরিচালিত নতুন ছবি 'শেষ পাতা' (Prosenjit Chatterjee Film Shesh Pata ) ৷ বৃহস্পতিবার ছবির নতুন পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন নির্মাতারা ৷ চিত্রনাট্য লিখেছেন অতনু নিজেই ৷ এর আগে 'আরও এক পৃথিবী', 'বিনি সুতোয়', 'ময়ূরাক্ষী'-এর মতো ছবির জন্য় বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অতনু ৷
'ময়ূরাক্ষী' ছবিটি তো নতুন এক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হাজির করেছিল দর্শকের দরবারে ৷ প্রসেনজিৎ-সৌমিত্র জুটির অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা ৷ আর সেই পরিচালকের সঙ্গেই আরও একবার জুটি বাঁধলেন বুম্বাদা তাই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে ৷ শুক্রবার ছবির পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, "পয়লা বৈশাখ চোখ রাখুন 'শেষপাতা'য় ! পরস্পর বিরোধী পরিস্থিতিতে বাল্মীকি, মেধা এবং সৌনকের এক অনন্য যাত্রাকে তুলে ধরে এই গল্প ৷"