হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি : 'প্রজেক্ট কে' ছবির হাত ধরে পর্দায় জুটি বাঁধছেন দীপিকা-বিগ বি এবং প্রভাস ৷ আর তাই এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা রীতিমতো তুঙ্গে উঠেছে ৷ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ছবির বেশকিছুটা অংশের শুটিং হয়েছে ৷ পরিচালক নাগ অশ্বিন । এই সাই-ফাই থ্রিলার কেমন হয় এখন তার জন্য়ই অপেক্ষা করছেন সকলে ৷ এবার সামনে এল ছবির মুক্তির দিন (Prabhas Deepika Project K Release Date) ৷
বাহুবলী খ্য়াত প্রভাসের সঙ্গে এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন অমিতাভ ৷ অন্য়দিকে, দীপিকার সঙ্গে 'পিকু'-র পর আরও একবার স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ শনিবার মহা শিবরাত্রির দিনে টুইট করে এই বহু প্রতীক্ষিত ছবির মুক্তির তারিখ জানালেন নির্মাতারা ৷ ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন তাঁরা ৷ নির্মাতারা লেখেন,'2024 সালের 12 জানুয়ারি আসছে প্রজেক্ট কে ৷ মহা শিবরাত্রির শুভেচ্ছা ৷' প্রভাস নিজেও শেয়ার করেছেন পোস্টারটি ৷
প্রযোজক সি অশ্বিনী দত্তের বিগবাজেট এই ছবির পোস্টার দেখেই বোঝা যায় কাল্পনিক এক দুনিয়ার গল্প উঠে আসবে পর্দায় ৷ এর আগে দীপিকার জন্মদিনে ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন নির্মাতারা ৷ সেখানে সামনে এসেছিল দীপিকার ফার্স্ট লুক ৷ সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল অন্য এক দুনিয়ার গল্প তুলে ধরা হবে এই কাহিনিতে ৷ এদিনও পোস্টারে দেখা গেল একটি বিশাল বড় হাত আর তার দিকে বন্দুক তাক করে রয়েছেন তিন জন ব্যক্তি ৷ অর্থাৎ অলৌকিক এবং কল্প বিজ্ঞানের ওপর আশ্রয় করে এগোবে এই গল্প ৷