ব্যারাকপুর, 5 মে : বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস আবার একইসঙ্গে সিনেমা জগতের মাইলফলক হয়ে ওঠা একটি ছবি ৷ এই দুইয়ের মেলবন্ধন খুঁজতে হলে চোখটা যে প্রথমেই 'পথের পাঁচালী'-র ওপর গিয়ে পড়বে এনিয়ে কোনও সন্দেহ নেই ৷ একদিকে বিভূতিভূষণ আর অন্যদিকে সত্যজিৎ ৷ ব্যারাকপুরে থাকাকালীন 'পথের পাঁচালী' উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । এই কথা মাথায় রেখেই এবার এক অনন্য উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি' (Bibhutibhushan Smriti Sanrakshan Samiti Organizes a Program to Remember Bibhutibhusan Bandyopaddhyay)।
সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে ব্যারাকপুর পৌরসভা এবং দিশা চক্ষু হাসপাতালের সহযোগিতায় সুকান্ত সদনে একটি সুন্দর উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি'। 'সাহিত্য-সিনেমা আজও বিভূতিময়' এই শীর্ষকে একটি অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই উদ্যোগটির ভাবনা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের ।