পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ceremony to Remember Bibhutibhushan : বিভূতিভূষণ-সত্যজিতের স্মৃতিতে ‘সাহিত্য-সিনেমা আজও বিভূতিময়’ - Bibhutibhushan Smriti Sanrakshan Samiti Organizes a Program to Remember Bibhutibhusan Bandyopaddhyay

ব্যারাকপুরে থাকাকালীন 'পথের পাঁচালী' উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । এই তথ্য মাথায় রেখেই এক অনন্য উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি' (Bibhutibhushan Smriti Sanrakshan Samiti Organizes a Program to Remember Bibhutibhusan Bandyopaddhyay)।

Bibhutibhushan Bandyopadhyay and Satyajit Ray
একটি অনন্য উদ্যোগ- ‘সাহিত্য-সিনেমা আজও বিভূতিময়’

By

Published : May 5, 2022, 1:40 PM IST

ব্যারাকপুর, 5 মে : বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস আবার একইসঙ্গে সিনেমা জগতের মাইলফলক হয়ে ওঠা একটি ছবি ৷ এই দুইয়ের মেলবন্ধন খুঁজতে হলে চোখটা যে প্রথমেই 'পথের পাঁচালী'-র ওপর গিয়ে পড়বে এনিয়ে কোনও সন্দেহ নেই ৷ একদিকে বিভূতিভূষণ আর অন্যদিকে সত্যজিৎ ৷ ব্যারাকপুরে থাকাকালীন 'পথের পাঁচালী' উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । এই কথা মাথায় রেখেই এবার এক অনন্য উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি' (Bibhutibhushan Smriti Sanrakshan Samiti Organizes a Program to Remember Bibhutibhusan Bandyopaddhyay)।

সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে ব্যারাকপুর পৌরসভা এবং দিশা চক্ষু হাসপাতালের সহযোগিতায় সুকান্ত সদনে একটি সুন্দর উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি'। 'সাহিত্য-সিনেমা আজও বিভূতিময়' এই শীর্ষকে একটি অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই উদ্যোগটির ভাবনা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের ।

ব্যারাকপুরে থাকাকালীন 'পথের পাঁচালী' উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । এই কথা মাথায় রেখেই এবার এক অনন্য উদ্যোগ নিল 'বিভূতিভূষণ স্মৃতি সংরক্ষণ সমিতি'

আরও পড়ুন : টম ক্রুজের সঙ্গে চুম্বনের ছবি শেয়ার করে ঝড় তুললেন পপস্টার লেডি গাগা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, দিশা চক্ষু হাসপাতালের সিএমডি ডা. দেবাশিস ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সুরঞ্জন দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামন্তক দাস সহ বহু বিশিষ্টজন । উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব ছিল মিত্রা বন্দ্যোপাধ্যায়ের ওপর । এরপর আলোকপর্ণা গুহ এবং তাঁর দল একটি নৃত্য পরিবেশন করেন । প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের শর্ট ফিল্ম 'ফকির' এবং সত্যজিৎ রায়ের কালজয়ী 'পথের পাঁচালী' দেখানো হয় এদিনের অনুষ্ঠানে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details