পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Grand Opening of NMACC: আম্বানি পরিবারের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে চাঁদের হাট! নজর কাড়লেন যে সব তারকারা - মুকেশ ও নীতা আম্বানির সাংস্কৃতিক মঞ্চ

মুকেশ ও নীতা আম্বানির সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধনে বসেছিল তারকাদের আসর ৷ মুম্বইয়ে এই শিল্পকলা কেন্দ্রের উদ্বোধন হয়েছে ৷ সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। পিগি চপস থেকে দীপিকা, আলিয়া ভাট-সহ ক্রিকেটার মাস্টার ব্লাস্টারও ৷ দেখে নিন তাঁদের নজরকাড়া লুক ৷

Opening of NMACC
নজর কাড়লেন যে সব তারকারা

By

Published : Apr 1, 2023, 4:08 PM IST

মুম্বই, 1 এপ্রিল: শুক্রবার মুম্বইয়ে হয়ে গেল মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের (NMACC) জমকালো উদ্বোধন ৷ সেখানে বলি সেলেব থেকে নামজাদা সব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ কে না ছিলেন না ৷ দীপিকা, রণবীর, আলিয়া, করিনা , সইফ, করিশ্মা, সিড-কিয়ারা, সস্ত্রীক সচিন, শাহরুখ পরিবার, শাহিদের পরিবার ৷ এমনকী উপস্থিত ছিলেনও সুপারস্টার রজনীকান্তও ৷ এছাড়াও সলমন খান, নিক জোনাস, ঐশ্বর্য রাই বচ্চন, বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন, শ্রদ্ধা কাপুর-সহ বলিউডের অসংখ্য তারকা হাজির ছিলেন এনএমওসিসি'র উদ্বোধনে। নিজেদের নাম নবনির্মিত 'কালচারাল সেন্টারের' উদ্বোধনে ঝলমলে সস্ত্রীক মুকেশ আম্বানিও ৷

মুকেশ আম্বানির পরনে এদিন ছিল কালো স্যুট এবং তাঁর সহধর্মিনী নীতার পরনে ছিল রুপোলি জরির কাজ করা গাঢ় নীল রঙের ভেলভেটের শাড়ি। গলায় ছিল দামি পাথরের হার। আলগা খোঁপায় জড়ানো ফুল। 3 এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে এই কালচারাল সেন্টার ৷ কবে, কী প্রদর্শনী অনুষ্ঠিত হবে, তার তালিকাও ওইদিন প্রকাশ করা হয়েছে ৷ এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার করা।

গতকাল গ্র্যান্ড ওপেনিং নাইটে যাঁরা এসেছিলেন কেমন ছিল তাঁদের সাজ:

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আড়ম্বরপূর্ণ পোশাকের সঙ্গে সকলের নজর কেড়ে স্বামী নিককে পোজ দেন। সুপারস্টার রজনীকান্ত তাঁর মেয়ে সৌন্দর্যর সঙ্গে এসেছিলেন ৷ অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, তাঁর ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সলমন খানকে একটি কালো স্যুট পরে দেখা গিয়েছে ৷ তিনি কিং খানের পরিবারের সঙ্গে বেশকিছু ছবি তুলেছেন ৷ নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিও অফ-হোয়াইট পোশাকে নজর কেড়েছেন ৷

ছিলেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর ও কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশ্মা কাপুর, শ্রেয়া ঘোষাল ৷ মিস ইউনিভার্স ঐশ্বর্য রাই বচ্চনকে সবুজ পোশাকেও অপূর্ব লাগছিল এদিন ৷ তিনি মেয়ে আরাধ্যা সঙ্গে ফটোসেশনে অংশ নেন ৷ এছাড়াও ছিলেন অন্যান্য বলি তারকারা ৷ বিনোদন জগতের পাশাপাশি হাজির ছিলেন অ্যাথলিট জসপ্রীত বুমরা, সানিয়া মির্জা, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷

আরও পড়ুন:দেখা হতেই আলিঙ্গন বদ্ধ করণ-প্রিয়াঙ্কা, কঙ্গনাকে ডাকতে বলল নেটপাড়া

ABOUT THE AUTHOR

...view details