মুম্বই, 1 এপ্রিল: শুক্রবার মুম্বইয়ে হয়ে গেল মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের (NMACC) জমকালো উদ্বোধন ৷ সেখানে বলি সেলেব থেকে নামজাদা সব তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ কে না ছিলেন না ৷ দীপিকা, রণবীর, আলিয়া, করিনা , সইফ, করিশ্মা, সিড-কিয়ারা, সস্ত্রীক সচিন, শাহরুখ পরিবার, শাহিদের পরিবার ৷ এমনকী উপস্থিত ছিলেনও সুপারস্টার রজনীকান্তও ৷ এছাড়াও সলমন খান, নিক জোনাস, ঐশ্বর্য রাই বচ্চন, বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন, শ্রদ্ধা কাপুর-সহ বলিউডের অসংখ্য তারকা হাজির ছিলেন এনএমওসিসি'র উদ্বোধনে। নিজেদের নাম নবনির্মিত 'কালচারাল সেন্টারের' উদ্বোধনে ঝলমলে সস্ত্রীক মুকেশ আম্বানিও ৷
মুকেশ আম্বানির পরনে এদিন ছিল কালো স্যুট এবং তাঁর সহধর্মিনী নীতার পরনে ছিল রুপোলি জরির কাজ করা গাঢ় নীল রঙের ভেলভেটের শাড়ি। গলায় ছিল দামি পাথরের হার। আলগা খোঁপায় জড়ানো ফুল। 3 এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে এই কালচারাল সেন্টার ৷ কবে, কী প্রদর্শনী অনুষ্ঠিত হবে, তার তালিকাও ওইদিন প্রকাশ করা হয়েছে ৷ এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার করা।
গতকাল গ্র্যান্ড ওপেনিং নাইটে যাঁরা এসেছিলেন কেমন ছিল তাঁদের সাজ: