হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর:রবিবার থেকেই খবরের শিরোনামে রয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ৷ ফের একবার রাজনৈতিক জগতের সঙ্গে মেলবন্ধন ঘটেছে বিনোদন জগতের ৷ বিয়েতে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের তারকারা ৷ যেমন ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ তেমনই দেখা মিলল হরভজন সিংহ এবং সানিয়া মির্জারও ৷ তবে যাঁকে নিয়ে জল্পনা ছিল সবথেকে বেশি সেই প্রিয়াঙ্কা অর্থাৎ পরিণীতির মিমিদিদিই আসতে পারেননি এই বিবাহের অনুষ্ঠানে ৷ পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে এবার তার কারণ জানালেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷
সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কার মাকে ৷ প্রিয়াঙ্কা হয়তো বা বিয়েতে উপস্থিত থাকবেন না এই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই ৷ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রিয়াঙ্কার মা বলেন, "ও কাজে ব্যস্ত রয়েছে ৷" এদিন আরও বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ বিয়ের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ অনুষ্ঠান হয়েছে ৷ ওরা আগে থেকেই বলে দিয়েছিল, কোনও উপহার নয় শুধুই আশির্বাদ চাই ৷"