ক্যালিফোর্নিয়া, 20 জুন :হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া সোশ্য়াল মিডিয়ায় তাঁর নানান পোস্টের মাধ্যমে জীবনের অন্যন্য মুহূর্তগুলিকে সাজিয়ে রাখতে ভালবাসেন ৷ কয়েকদিন আগেই মায়ের জন্মদিনে তাঁর পোস্ট মন ছুঁয়ে গিয়েছিল সকলের ৷ এবার ফার্দাস ডে-তেও মেয়ে মালতি মারি এবং স্বামী নিক জোন্সকে সঙ্গে নিয়ে একটি আবেগী পোস্ট করতে দেখা গেল তাঁকে ৷ রবিবার মোট দু'টি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা ৷
তার একটিতে দেখা যাচ্ছে, মাথায় ফুলের হেয়ারব্যান্ড পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ছোট্ট মালতি মারিকে ৷ মা প্রিয়াঙ্কার কোলেই রয়েছে খুদে ৷ সঙ্গে রয়েছেন বাবা নিক ৷ অন্য় যে ছবিটি শেয়ার করেছেন পিগি চপস, তা আরও মনকাড়া ৷ তাতে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে হাঁটতে শিখছে ছোট্ট মালতি মারি ৷ বাবা-মেয়ে দু'জনের পায়েই রয়েছে একইরকম জুতো (Nick Jonas Picture with Daughter on Fathers Day ) ৷ বাবা নিকের স্নিকারে লেখা রয়েছে ড্যাড আর মালতির জুতোর লেখা রয়েছে এমএম ৷