মুম্বই, 17 জুন :সারোগেসির মাধ্যমে কিছুদিন আগেই মা হয়েছেন হলি-বলির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার মেয়ে মালতি মারির একটি সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেত্রী, তাও আবার মা মধু চোপড়ার জন্মদিনে ৷ ছবিতে দেখা যাচ্ছে, মায়ের পাশে বসে রয়েছেন প্রিয়াঙ্কা । তাঁর মায়ের কোলে রয়েছে ছোট্ট মালতি মারি... তিন প্রজন্মের এই সুন্দর ছবিটি মুগ্ধ করেছে অনুরাগীদের (Priyanka Chopra Wishes Her Mother on Birthday) ৷
কথায় বলে 'নিজে মা হলেই মায়ের মর্ম বোঝা যায়', তা যে মরমে মরমে অনুভব করেছেন প্রিয়াঙ্কা তা বোঝা যায় তাঁর পোস্টের ক্যাপশন দেখলেই ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "সবচেয়ে শুভ জন্মদিন মাম্মা ৷ সবর্দা যেন তুমি সেই হাসিটাই হাসতে পারে যা সংক্রমণের মত ছড়িয়ে পড়ে ৷ জীবনের প্রতিটি দিনের অভিজ্ঞতা এবং উদ্যম দিয়ে তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত কর ৷ তোমার সোলো ইউরোপ ট্যুরটাই ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর বার্থডে সেলিব্রেশন ৷"