হায়দরাবাদ, 7 জুন: দক্ষিণি ইন্ডাস্ট্রির অনেক ছবিই গত কয়েক বছরে রীতিমতো টেক্কা দিয়েছে বলিউডকে ৷ 'বাহুবলী' থেকে শুরু হওয়া এই যাত্রায় একের পর এক যুক্ত হয়েছে 'আরআরআর', 'কেজিএফ', 'পুষ্পা: দ্য় রাইজ', 'কান্তারা'-র মতো একাধিক নাম ৷ এবার আরও একটি ছবি নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ৷ আরআরআর স্টার জুনিয়র এনটিআর যে কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন একথা জানা গিয়েছিল আগেই ৷ এবার এই ছবিতে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া?
বর্তমানে অবশ্য় দেশি গার্ল পিগি চপস ব্যস্ত রয়েছেন তাঁর হলিউড প্রজেক্টের শ্য়ুটিং নিয়ে ৷ তবে শোনা গিয়েছে এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে পারেন তিনি ৷ যদিও মিডিয়া রিপোর্ট সঠিক হয় তাহলে এই প্রথমবার স্ক্রিন শেয়ার এই দুই সুপারহিট তারকা ৷ এর আগে এই চরিত্রের জন্য় ম্রুণাল ঠাকুর এবং দীপিকা পাড়ুকোনের নাম সামনে এসেছিল ৷ দীপিকা ইতিমধ্যেই প্রভাসের হাত ধরে দক্ষিণি পরিচালকের সঙ্গে কাজ শুরু করেছেন ৷ আগামিদিনে নাগা অশ্বিনের পরিচালনায় আসছে তাঁর ছবি 'প্রজেক্ট কে' ৷ অন্যদিকে ম্রুণাল এমনিতেই দক্ষিণী দুনিয়ার পরিচিত মুখ ৷