হায়দরাবাদ, 6 অগস্ট:বাঙালি কবি সুজাতা গঙ্গোপাধ্যায় লিখেছিলেন,"তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁল.../যদিও এই প্রথমবার নয়,/ চুম্বন তো আগেও কতবার/ এবার ঠোঁটে মিলেছে আশ্রয়"...বাংলা জানলে এখন কি ঠিক এটাই বলতেন নিকইয়াঙ্কা ? জানা নেই তবে লিপলকে ফের একবার ভাইরাল হলেন তারকা দম্পতি ৷ কোনও না কোনও কারণে নিকইয়াঙ্কা খবরের শিরোনামে বারংবারই উঠে আসেন ৷ এর আগেও তাঁদের খোলামেলা জীবনযাপনের বেশকিছু মুহূর্ত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এবারও ভাইরাল হল একটি ভিডিয়ো ৷
খবর অনুযায়ী, ভিডিয়োটি প্রিয়াঙ্কা চোপড়ার 40তম বার্থডে ব্যাশের ৷ এর আগেই মেক্সিকোয় জন্মদিন উদযাপনের একাধিক ছবি শেয়ার করেছিলেন পিগি চপস ৷ তবে এবার অভিনেত্রীর ফ্যান পেজ থেকে ভাইরাল হল এই নতুন ভিডিয়োটি ৷ প্রকাশ্যে কাছাকাছি আসতে কখনওই দ্বিধাবোধ করেন না নিক জোনস এবং প্রিয়াঙ্কা চোপড়া ৷ এর আগেও বাস্কেটবল কোর্ট থেকে ভাইরাল হয়েছে তাঁদের চুম্বনের একটি মুহূর্ত (Nick Priyanka Kissing Video Goes Viral) ৷