ওয়াশিংটন, 20 এপ্রিল:তাঁর পরবর্তী হলিউডের প্রজেক্ট 'ইটস অল কামিং ব্যাক টু মি' (It's All Coming Back to Me first look)৷ এ বার প্রকাশ্যে এল সেই ছবিতেপ্রিয়াঙ্কা চোপড়ার লুক ৷ সহ-অভিনেতা স্যাম হিউগানের সঙ্গে তাঁর ফাস্ট লুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পিগ্গি চপস ৷
নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra It's All Coming Back to Me first look)৷ ছবিটিতে স্যামকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রিয়াঙ্কার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন স্যাম (Priyanka Chopra film with sam heughan)৷ তিনি টুইটে লিখেছেন, "এখানে প্রি-কে দুরন্ত লাগছে ৷" সঙ্গে সঙ্গে তাঁকে জবাব দিয়ে দেশি গার্ল লিখেছেন, "ওয়াও...দেখুন কে বলছে, স্যাম হিউগান ! আমার মনে হয়, এটা একটা খুব সুন্দর ভ্যালেন্টাইস ডে মুভি হতে চলেছে !"