হায়দরাবাদ, 28 এপ্রিল:গত বছর মা হয়েছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া । সারোগেসির মাধ্য়মে মা-হওয়া প্রিয়াঙ্কার জন্য় এই যাত্রাটা কিন্তু মোটেই সহজ ছিল না । কারণ একদিকে যেমন তাঁকে সহ্য করতে হয়েছিল নানা ধরনের ট্রলিং তেমনই হাসপাতালেই থাকতে হয়েছিল কন্য়া মালতিকেও । এবার সম্প্রতি একটি ইন্টারভিউতে তাঁর এই 110 দিনের মানসিক ধকলের কথা আদ্যপান্ত তুলে ধরলেন প্রিয়াঙ্কা। এই সময়টা মালতিকে রাখতে হয়েছিল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। মালতির এই কঠিন সময়ে তাঁর পাশে কীভাবে দাঁড়িয়ে ছিলেন স্বামী নিক ? সেকথাও তুলে ধরলেন প্রিয়াঙ্কা।
এক টেলিভিশন শো-য়ে তিনি জানান, নিক অথবা তিনি কেউ না কেউ মালতির সঙ্গে থাকতেন । কোনও সময় তাঁকে চোখের আড়াল হতে দেননি তাঁরা । মা হওয়ার পর তো প্রথম বেশ কিছুদিন তিনি রাতেও ঘুমোতে পারেননি । কারণ সবসময় তাঁর চোখ থাকত মনিটারের দিকে । বারবার শুধু তিনি একটাই জিনিস দেখতেন মালতির হার্টবিট ঠিকঠাক রয়েছে কি না, সেদিকেই । এ প্রসঙ্গে নিকের কথা টেনে এনে উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রিয়াঙ্কা ।