পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka Chopra: 'ক্ষমা করে জীবনে এগিয়ে গিয়েছি', বলিউডে 'কর্নার' প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রিয়াঙ্কা - priyanka opens up about cornered in Bollywood

মুম্বইয়ে সিটাডেল প্রোমোশনে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । বলিউডে 'কর্নার' প্রসঙ্গে ফের মুখ খুললেন অভিনেত্রী ।

priyanka chopra opens up about cornered in Bollywood
সিটাডেল-এর প্রোমোশনে প্রিয়াঙ্কা

By

Published : Apr 4, 2023, 12:22 AM IST

মুম্বই, 3 এপ্রিল: ফের একবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । ফের একবার বলিউড ছাড়া প্রসঙ্গে, বলিউডে রাজনীতির প্রসঙ্গে মুখ খুললেন সিটাডেল অভিনেত্রী । সম্প্রতি মুম্বইয়ে সিটাডেল সিরিজের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সেখানে বলিউডে কর্নার হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনের এতগুলো সময় কাটিয়ে অতীতের সব কিছুকে ক্ষমা করে দিয়েছেন। শান্তি খুঁজে নিয়েছেন ।

এনএমএসিসি-র অনুষ্ঠানে যোগ দিতে ভারতে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাক লাগিয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটাডেল অভিনেত্রী জানিয়েছিলেন, বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি । বি-টাউনের অন্দরে এত বেশি রাজনীতি চলে যে, তিনি সেই লড়াই করে উঠতে পারেননি । তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল । পরিচিতরাও তাঁকে কাজ দিচ্ছেলেন না । তাই তিনি এই সবকিছু থেকে বিরতি চেয়েছিলেন । এই মন্তব্য সামনে আসার পর বলিউডের অনেক তারকাই রাজনীতির সমর্থনে নিজেদের বক্তব্য সামনে রেখেছিলেন । কাঠগোড়ায় তোলা হয়েছিল করণ জোহরকেও ।

সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা বলেন, "আমাকে ওই পডকাস্টে আমার কেরিয়ারের জার্নি নিয়ে প্রশ্ন করা হয়েছিল । এখন আমার মধ্যে সেই আত্মবিশ্বাস এসেছে যখন আমি আমার জীবনের সেই মুহূর্তগুলো সম্পর্কে কথা বলতে পারব । সেই কথা বলতে গিয়ে আমার কোনও অস্বস্তি হয় না । আমি যা অনুভব করেছি তা প্রকাশ করেছি । সেই সময় আমার সঙ্গে যা ঘটেছিল তার খুবই আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল । কিন্তু এখন আমি সেই সবকিছুকে ক্ষমা করে দিয়েছি ও জীবনে আগে এগিয়ে গিয়েছি । তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আমার কথা বলতে আর কোনও অসুবিধা হয়নি ।"

মূলত, বি-টাউনের অন্দরের শোনা গিয়েছিল, শাহরুখ খানের সঙ্গে ছবি করার সময় একটা সম্পর্ক তৈরি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার । এরপর করণ জোহর ও গৌরি খান ও তাঁর বন্ধুরা মিলে একটা পার্টিতে এই ইস্যু নিয়ে অপমান করেছিলেন প্রিয়াঙ্কাকে । যদিও ঘটনার সত্যতা অস্বীকার করেছিলেন করণ জোহর । বর্তমানে সেই সবকিছুকে ভুলে সামনে এগিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রসঙ্গত,মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন দেশি গার্ল। কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ় ‘সিটাডেল’। বহুভাষী এই সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। এই সিরিজ়ের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে গেলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন : প্রিয়াঙ্কার নাচে তাল মেলালেন গৌরি খান, সম্পর্কের শীতলতা কী কমছে ?

ABOUT THE AUTHOR

...view details