মুম্বই, 3 এপ্রিল: ফের একবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । ফের একবার বলিউড ছাড়া প্রসঙ্গে, বলিউডে রাজনীতির প্রসঙ্গে মুখ খুললেন সিটাডেল অভিনেত্রী । সম্প্রতি মুম্বইয়ে সিটাডেল সিরিজের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সেখানে বলিউডে কর্নার হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনের এতগুলো সময় কাটিয়ে অতীতের সব কিছুকে ক্ষমা করে দিয়েছেন। শান্তি খুঁজে নিয়েছেন ।
এনএমএসিসি-র অনুষ্ঠানে যোগ দিতে ভারতে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাক লাগিয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটাডেল অভিনেত্রী জানিয়েছিলেন, বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি । বি-টাউনের অন্দরে এত বেশি রাজনীতি চলে যে, তিনি সেই লড়াই করে উঠতে পারেননি । তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল । পরিচিতরাও তাঁকে কাজ দিচ্ছেলেন না । তাই তিনি এই সবকিছু থেকে বিরতি চেয়েছিলেন । এই মন্তব্য সামনে আসার পর বলিউডের অনেক তারকাই রাজনীতির সমর্থনে নিজেদের বক্তব্য সামনে রেখেছিলেন । কাঠগোড়ায় তোলা হয়েছিল করণ জোহরকেও ।
সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা বলেন, "আমাকে ওই পডকাস্টে আমার কেরিয়ারের জার্নি নিয়ে প্রশ্ন করা হয়েছিল । এখন আমার মধ্যে সেই আত্মবিশ্বাস এসেছে যখন আমি আমার জীবনের সেই মুহূর্তগুলো সম্পর্কে কথা বলতে পারব । সেই কথা বলতে গিয়ে আমার কোনও অস্বস্তি হয় না । আমি যা অনুভব করেছি তা প্রকাশ করেছি । সেই সময় আমার সঙ্গে যা ঘটেছিল তার খুবই আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল । কিন্তু এখন আমি সেই সবকিছুকে ক্ষমা করে দিয়েছি ও জীবনে আগে এগিয়ে গিয়েছি । তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আমার কথা বলতে আর কোনও অসুবিধা হয়নি ।"