পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka-Nick with Daughter: আমেরিকায় ফিরেই মেয়ের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা-নিক, পোস্ট করলেন ছবি - প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস লন্ডন থেকে আমেরিকায় ফিরেছেন । আর ফিরেই তাঁরা খেলায় মেতেছেন তাঁদের মেয়ে মালতী মারির সঙ্গে ৷

Priyanka-Nick ETV Bharat
প্রিয়াঙ্কা-নিক

By

Published : Apr 23, 2023, 12:37 PM IST

লস অ্যাঞ্জেলেস, 23 এপ্রিল: শনিবার লন্ডনে সিটাডেল গ্লোবাল প্রিমিয়ারে অংশ নেওয়ার পরে বাড়ি ফিরলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান গায়ক নিক জোনাস ৷ আর ফিরেই মেয়ে মালতী মারি চোপড়া জোনাসকে নিয়ে মেতে উঠলেন সেলেব দম্পতি ।

মেয়ের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দেশি গার্ল ৷ সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "রিইউনাইটেড" অর্থাৎ পুনরায় মিলিত ৷ তার সঙ্গে দিয়েছেন একটি লাল হৃদয় এবং একটি আবেগময় চোখের ইমোটিকন । ছবিতে তাঁকে একটি সাদা খেলনা বিমান নিয়ে মেয়ের সঙ্গে খেলতে দেখা গিয়েছে ৷ তবে ছবিতে একরত্তি মালতীকে দেখা গিয়েছে পেছন থেকে ৷

মালতীকে নিয়ে খেলছেন প্রিয়াঙ্কা

অন্য একটি ছবিতে নিকও মা-মেয়ের জুটির সঙ্গে যোগ দিয়েছেন এবং ডন অভিনেত্রীকে মালতীকে উপহার দিতে দেখা যায় ৷ আর তাঁর হাবি তাকিয়ে রয়েছেন মেয়ের দিকে ৷ প্রিয়াঙ্কা এবং নিক গত বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে পেয়েছেন তাঁদের মেয়ে মালতী মারি চোপড়া জোনাসকে ৷

মেয়ের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা-নিক

এ দিকে, কর্মক্ষেত্রে এবিজিও স্পাই সিরিজ সিটাডেলের বিশ্বব্যাপী আত্মপ্রকাশের আগে প্রিয়াঙ্কার হাতে এসেছে হলিউডের একটি নতুন প্রজেক্ট ৷ তিনি হেডস অফ স্টেট-এ জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন । দ্য রুশো ব্রাদার্স পরিচালিত তাঁর নতুন ওয়েব সিরিজের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা । অ্যাকশন-প্যাকড শো-টি গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলের দুই অভিজাত এজেন্ট ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া (প্রিয়াঙ্কা) কে ঘিরে তৈরি হয়েছে ।

শো সম্পর্কে বিস্তারিত শেয়ার করে প্রিয়াঙ্কা বলেন, "গল্পটি স্টান্টগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত । এই বিশাল অ্যাকশন পিসগুলির মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ছিল এর গল্প বলার পদ্ধতি । আমরা এই চরিত্রগুলি সম্পর্কে অনেক কিছু দেখতে পাই, তারা কীভাবে শারীরিকভাবে ইন্টারঅ্যাক্ট করে ৷ শুধুমাত্র দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স নয়, তাঁদের প্রত্যেকটির হৃদয়ে নাটক রয়েছে, তাই সমস্ত স্টান্টের মধ্যে এক ধরনের গল্প জড়িয়ে আছে এবং এটা আমার জন্য দুর্দান্ত এবং একেবারে নতুন ছিল।" 'সিটাডেল' মুক্তি পাবে আগামী 28 এপ্রিল ।

আরও পড়ুন:রোমে 'সিটাডেল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাতে হাত নিকিয়াঙ্কা, ভাইরাল ছবি

ABOUT THE AUTHOR

...view details