পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka-Nick at Paris Fashion Week: প্যারিস ফ্যাশন সপ্তাহে নজর কাড়ল নিকইয়াঙ্কার সম্পর্কের রসায়ন - প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra latest news) এবং নিক জোনাস প্যারিস ফ্যাশন সপ্তাহের (Paris Fashion Week 2023) ভ্যালেন্টিনো শোতে অংশ নেন (Priyanka Chopra Nick Jonas at Valentino show)। তাঁদের সম্পর্কের রসায়ন নজর কেড়েছে সবার (Priyanka Chopra and Nick Jonas PFW pictures)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 6, 2023, 1:49 PM IST

হায়দরাবাদ, 6 মার্চ: প্যারিস ফ্যাশন সপ্তাহে (Paris Fashion Week 2023) অংশ নিয়ে সবার নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra latest news)। রবিবার ফ্যাশন গালায় অভিনেতা-প্রযোজকের পাশে ছিলেন তাঁর হাবি তথা মার্কিন গায়ক নিক জোনাস । ফ্যাশন উইকের আসরে (Priyanka Chopra Nick Jonas at Valentino show) এই দম্পতির বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে ৷ সেগুলিতে নিকইয়াঙ্কার কেতাদুরস্ত ফ্যাশনের পাশাপাশি চোখে পড়েছে তাঁদের সম্পর্কের রসায়নও (Priyanka Chopra and Nick Jonas PFW pictures)৷

কী পরেছিলেন নিকইয়াঙ্কা ? প্যারিস ফ্যাশন উইক 2023-এর জন্য দেশি গার্ল একটি ডিপ নেকলাইনের উজ্জ্বল গোলাপী কাফতানের মতো পোশাক বেছে নিয়েছিলেন (Priyanka Nick at Paris Fashion Week)৷ জুতো ও ব্যাগেও ছিল রং মিলন্তী ৷ আর নিকের পরনে ছিল ধূসর থ্রি-পিস স্যুট । প্যারিস ফ্যাশন উইকে যেন তাঁরা ছিলেন একে অপরের পরিপূরক ।

সারাক্ষণ পাশাপাশি প্রিয়াঙ্কা ও নিক: ভ্যালেন্টিনো উইমেনসওয়্যার ফল উইন্টার 2023-2024 (Valentino Womenswear Fall Winter 2023-2024)-এর শোতে নিক এবং প্রিয়াঙ্কার রসায়ন তাঁদের লাইমলাইটে নিয়ে আসে । ইভেন্টের ছবিগুলিতে দুজনকে সবসময় একে-অপরের সঙ্গ দিতে দেখা গিয়েছে ৷ অনুষ্ঠানে পৌঁছনো থেকে শুরু করে রেড কার্পেটে একসঙ্গে পোজ দেওয়া, মিডিয়ার সামনে নিজেদের আরও আকর্ষণীয় করে তোলা, সব ক্ষেত্রেই ধরা পড়েছে নিকইয়াঙ্কা রসায়ন ৷

আরও পড়ুন:লাস ভেগাসে কন্যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ছবি

নজর কেড়েছে নিকইয়াঙ্কার রসায়ন: একটি ছবিতে প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যাচ্ছে, কারণ নিক তাঁর কোমর ধরে রাখার সময় তাঁর কানে মজার কিছু ফিসফিস করেছেন বলে মনে হচ্ছে । ফ্যাশন সপ্তাহের আরেকটি ছবিতে দেখা যায় যে, নিক আবেগঘন দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন ৷ প্রিয়াঙ্কার দৃষ্টিও তাঁর হাবির দিকে ৷

কর্মক্ষেত্রে প্রিয়াঙ্কা: কর্মক্ষেত্রে পিগ্গি চপস-এর একটি হলিউড আউটিং রিলিজের জন্য প্রস্তুতি চলছে । তাঁকে রোমান্টিক কমেডি লাভ এগেইন-এ স্যাম হিউহানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে । প্রিয়াঙ্কার সিরিজ রুশো ব্রাদার্সের সিটাডেলও মুক্তির জন্য প্রস্তুত রয়েছে । প্রিয়াঙ্কাকে সিরিজে নাদিয়া সিন নামে একটি অভিজাত গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে ৷ এই সিরিজের 28 এপ্রিল থেকে প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং শুরু হবে ।

ABOUT THE AUTHOR

...view details