পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka-Nick Diwali Party: প্রিয়াঙ্কা-নিকের দিওয়ালি উদযাপন, দেশি লুকে মজে নেটপাড়া - দিওয়ালি

পরিবার, কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে দিওয়ালি উদযাপন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাসের ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই ভাইরাল ৷ দেশি লুকে নিক-প্রিয়াঙ্কাকে দেখে আপ্লুত নেটপাড়া ৷

Etv Bharat
প্রিয়াঙ্কা-নিকের দিওয়ালি উদযাপন

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 5:32 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: সুদূর লস অ্যাঞ্জেলসে পরিবার ও বন্ধুদের সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই তা নিমেষে ভাইরাল হয় ৷ মার্কিন মুলুকে বসে নিক ও প্রিয়াঙ্কার দেশি লুকে মজেছে নেটপাড়া ৷

ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে লাল রঙের মাইক্রো ভেলভেটের ব্লাউজের সঙ্গে একই রঙের দোপাট্টা ও সোনালি রঙের লহেঙ্গায় ৷ লাল গোলাপ দিয়ে বেঁধেছেন মাথায় খোপা ৷ গলায় বুলগারি সারপেন্ট নেকলেস ৷ ঠোঁটে গাঢ় রঙের মেরুন লিপস্টিক, কপালে ছোট্ট টিপ ৷ দেশি গার্লের এই লুক ঘায়েল করেছে অনুরাগীদের ৷ অন্যদিকে, নিককে দেখা গিয়েছে সাদা কুর্তা-পাজামায় ৷ সঙ্গে ব্রোকেড জ্যাকেট ৷ দিওয়ালি পার্টিতে নিকের ভাই জো জোনাসকেও দেখা গিয়েছে নীল কুর্তা পাজামায় ৷

প্রিয়াঙ্কা-নিক তাঁদের সোশাল হ্যান্ডেলে এই ছবি শেয়ার না করলেও একটি ফ্যান পেজ দিওয়ালি উদযাপনের ছবি আনে প্রকাশ্যে ৷ ক্যাপশনে লেখা হয়, " নিক-প্রিয়াঙ্কা দিওয়ালি নৈশভোজের আয়োজন করেছিলেন ৷" ছবিগুলি সামনে আসতেই সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে মন্তব্যের বন্যা ৷ এক অনুরাগী লিখেছেন, "প্রিয়াঙ্কাকে স্টানিং লাগছে ৷ এই জুটির ছবি সামনে আনার জন্য ধন্যবাদ ৷" আবার কেউ লিখেছেন, "নিক জিজুকে ভারতীয় পোশাকে ভালো লাগছে ৷ প্রিয়াঙ্কা সবসময়ই সুন্দরী ৷"

এই বছর অভিনেত্রী দিওয়ালি সেলিব্রেশনের কোনও ছবি এখনও পর্যন্ত শেয়ার করেননি ৷ তিনি শুধুমাত্র একটি ছবি শেয়ার করেন যেখানে তাঁর মেয়ে মালতি মারি চোপড়া জোনাসের অসমাপ্ত রঙ্গোলি দেখা গিয়েছিল ৷ উল্লেখ্য, ওই ফ্যান পেজ আরও কিছু ছবি শেয়ার করে ৷ সেখানে দেখা যায় পরিবারের কেউ একজন সেলফি তুলছেন ৷ পিছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা ৷ ক্যাপশনে লেখা হয়েছে, দিওয়ালি উদযাপনের আরও কিছু ছবি ৷ গতমাসেই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এসেছিলেন ভারতে ৷ জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details