পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka Chopra at Ambani event: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক - এনএমওসিসির উদ্বোধন

এনএমওসিসি'র উদ্বোধন ছিল তারকাখচিত ৷ মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের জাঁকজমকপূর্ণ উদ্বোধন তাক লাগিয়েছে দেশবাসীকে ৷ বলিউড তারকা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ সকলেই ছিলেন এই মুহূর্তের সাক্ষী ৷

Priyanka Chopra at Ambani event
মুকেশ ও নীতা আম্বানির অনুষ্ঠানে নজরকাড়া প্রিয়াঙ্কা-নিক

By

Published : Apr 1, 2023, 10:46 PM IST

মুকেশ ও নীতা আম্বানির অনুষ্ঠানে মোহময়ী প্রিয়াঙ্কা

মুম্বই, 1 এপ্রিল: জাঁকজমকের সঙ্গে শুক্রবার উদ্বোধন হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ বলিউড তারকারা থেকে শুরু করে সমাজের বিশিষ্টরা, সকলকেই এক মালায় গেঁথে দিয়েছে এই অনুষ্ঠান ৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও ৷ সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস ৷ শুক্রবার মেয়ে মালতি ম্যারি জোনাস ও নিকের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে ৷ রাতে যথাসময়ে হাবিকে সঙ্গে পৌঁছেও যান দেশিগার্ল ৷ সাজের বহরে একে অপরকে টেক্কা দিয়েছেন বলি তারকারা ৷ প্রত্যেকেই ছিলেন নজরকাড়া ৷ এই দিনের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন সি থ্রু ড্রেস, সঙ্গে কেপ ৷ জুয়েলারি বলতে কানে ডায়মন্ড সেট ৷ চুলের সাজ ছিল বলতে ছিল হালকা মেসি বান ৷ অনুষ্ঠানে প্রিয়াঙ্কার এই সাজ সত্যিই ছিল আউটস্ট্যান্ডিং ৷

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কিয়ারা আদবানী, সস্ত্রীক সচিন, শাহরুখ খান ও তাঁর পরিবার, সলমন খান, আলিয়া ভাট, সুপারস্টার রজনীকান্ত, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর-সহ আরও অনেকে ৷ এনএমওসিসি'র উদ্বোধন ছিল তারকাখচিত ৷ মুকেশ আম্বানি ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের জাঁকজমকপূর্ণ উদ্বোধন তাক লাগিয়েছে দেশবাসীকে ৷ বলিউড তারকারা থেকে সমাজের বিশিষ্টব্যক্তিবর্গ সকলেই ছিলেন এই মুহূর্তের সাক্ষী ৷

আরও পড়ুন: দেখা হতেই আলিঙ্গন বদ্ধ করণ-প্রিয়াঙ্কা, কঙ্গনাকে ডাকতে বলল নেটপাড়া

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ড্যাজ শেফার্ডের পডকাস্টের জেরে রীতিমত চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ বলিউড ছাড়ার কারণ প্রসঙ্গে বি-টাউনের অন্দরে রাজনীতির কথা উল্লেখ করেছিলেন 'কোয়ান্টিকো' অভিনেত্রী ৷ যা নিয়ে বি-টাউনে শুরু হয়ে গিয়েছিল পক্ষে-বিপক্ষের লড়াই ৷ সেই বিতর্কের মধ্যেই ভারতে আসেন পিগি চপস ৷ মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে শুক্রবার লেন্সবন্দি হন প্রিয়াঙ্কা ও নিক ৷ প্রিয়াঙ্কার পরনে ছিল ঝলমলে গোলাপি পোশাক ৷ অন্যদিকে নীল ডেনিমের সঙ্গে নীল হুডিতে দেখা গিয়েছে নিককে ৷ ছোট্ট মালতি পরেছিল ধূসর রঙের ফ্রক ৷

ABOUT THE AUTHOR

...view details