হায়দরাবাদ, 11 জুন: তাঁর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । সেই পুজোয় দেশীয় পোশাক পরেছিলেন দেশি গার্ল ৷ শুধু তিনিই নন, তাঁর ছোট্ট কন্যা মালতী মেরিকেও তিনি ভারতীয় পোশাক পরিয়েছিলেন ৷ তাঁদের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা ৷ সেখানেই দেখা গিয়েছে, এই প্রথম লেহেঙ্গার সাজে সেজেছে প্রিয়াঙ্কার ছোট্ট প্রিন্সেস ।
সিটাডেল অভিনেত্রী ছোট থেকেই বাবা অন্তঃপ্রাণ ছিলেন ৷ প্রয়াত বাবা ড. অশোক চোপড়াই ছিলেন তাঁর আইডল ৷ অভিনেত্রীকে নানা সময়ে বলতে শোনা গিয়েছে, তাঁর বাবা তাঁকে একজন শক্তিশালী এবং স্বাধীন মহিলা হিসেবে বড় হয়ে উঠতে উত্সাহিত করেছেন এবং তাঁর সমস্ত উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করেছেন । ক্যানসারের সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর 2013 সালে প্রয়াত হন ড. অশোক চোপড়া ৷ তাঁর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি তাঁদের বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর মা মধু চোপড়া ৷ তাঁর প্রিয় বাবাকে খুবই মিস করেন তাঁর আদরের কন্যা প্রিয়াঙ্কা ৷
এই পুজোর কয়েকটি সুন্দর মুহূর্তের ছবি প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ সেখানেই একটি ছবিতে দেখা গিয়েছে, পিগ্গি চপসের কন্যা মালতী মেরিও তাঁর দাদুর জন্য আয়োজিত পুজোয় সুন্দর মুহূর্ত কাটিয়েছে । কিউট বেবি পিঙ্ক লেহেঙ্গা পরে ওই একরত্তিকে আরও মিষ্টি দেখাচ্ছে ৷ ছবিতে দেখা গিয়েছে, মেঝেতে পুজোর জিনিসপত্র নিয়ে খেলা করছে মালতী । সেই ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "এটি পুজোর সময়ের ছবি । আমি তোমাকে মিস করছি, নানা ৷"