হায়দরাবাদ, 8 অগস্ট: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রবি যাদব পরিচালিত 'তালি' ৷ ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের জীবনী পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ছবির প্রচারে ৷ সোমবার সোশাল মিডিয়ায় মিস ইউনিভার্স শেয়ার করেছিলেন ছবির ট্রেলার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "গৌরী এসে গিয়েছে ৷ নিজের স্বভিমান, সম্মান আর স্বতন্ত্র গল্প নিয়ে ৷" ট্রেলার প্রকাশ্যে আসতেই সুস্মিতার প্রশংসায় পঞ্চমুখ শুধুমাত্র অনুরাগীরা হননি, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও সুস্মিতার এই কাজ দেখে মুগ্ধ হয়েছেন ৷ পাশাপাশি সুস্মিতার ব্যক্তিত্ব নিয়েও মুখ খুলেছেন সিটডেল অভিনেত্রী ৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ কীভাবে তিনি তাঁর জীবনে আসা সমালোচনাগুলি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে চলেন, তাও জানতে চাওয়া হয় ৷ বিশেষ করে নয়ের দশকে যখন তিনি মিস ইউনিভার্স খেতাব জয়ের পর সিনেমার জগতে পা রেখেছিলেন, সেই সময় অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে ৷ সুস্মিতা সেই প্রশ্নের জবাব এমন দিয়েছেন, যা তাঁর চিন্তাভাবনার গভীরতাকে প্রকাশ করেছে ৷ আর তাতেই গ্লোবাল আইকন প্রিয়াঙ্কাও, সুস্মিতার অনুরাগী হয়ে উঠেছেন ৷