পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka Chopra on Sushmita Sen: সমালোচনার সপাটে জবাব সুস্মিতার, 'রানি' অভিবাদন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার - জবাব সুস্মিতার

নিজের তৈরি নীতি ও নিয়ম মেনেই বাঁচেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ কোনও সমালোচনাই তাঁকে তাঁর জায়গা থেকে সরাতে পারেনি ৷ বরং বুদ্ধিমত্তার সঙ্গে হাসিমুখে সেই সব সমালোচনার সপাটে জবাব দিয়েছেন মিস ইউনিভার্স ৷ এবার তাঁর প্রেমে পড়লেন আরও এক অভিনেত্রী, তিনি প্রিয়াঙ্কা চোপড়া ৷

Etv Bharat
সুস্মিতা সেনের প্রশংসা প্রিয়াঙ্কা চোপড়ার

By

Published : Aug 8, 2023, 11:07 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রবি যাদব পরিচালিত 'তালি' ৷ ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের জীবনী পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ছবির প্রচারে ৷ সোমবার সোশাল মিডিয়ায় মিস ইউনিভার্স শেয়ার করেছিলেন ছবির ট্রেলার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "গৌরী এসে গিয়েছে ৷ নিজের স্বভিমান, সম্মান আর স্বতন্ত্র গল্প নিয়ে ৷" ট্রেলার প্রকাশ্যে আসতেই সুস্মিতার প্রশংসায় পঞ্চমুখ শুধুমাত্র অনুরাগীরা হননি, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও সুস্মিতার এই কাজ দেখে মুগ্ধ হয়েছেন ৷ পাশাপাশি সুস্মিতার ব্যক্তিত্ব নিয়েও মুখ খুলেছেন সিটডেল অভিনেত্রী ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ কীভাবে তিনি তাঁর জীবনে আসা সমালোচনাগুলি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে চলেন, তাও জানতে চাওয়া হয় ৷ বিশেষ করে নয়ের দশকে যখন তিনি মিস ইউনিভার্স খেতাব জয়ের পর সিনেমার জগতে পা রেখেছিলেন, সেই সময় অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে ৷ সুস্মিতা সেই প্রশ্নের জবাব এমন দিয়েছেন, যা তাঁর চিন্তাভাবনার গভীরতাকে প্রকাশ করেছে ৷ আর তাতেই গ্লোবাল আইকন প্রিয়াঙ্কাও, সুস্মিতার অনুরাগী হয়ে উঠেছেন ৷

মিস সেনের সাক্ষাৎকার সামনে আসার পর, তাতে দেখা গিয়েছে, ফিল্মি কেরিয়ারে যখন তিনি একাধিক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, তখন কারা তাঁর পাশে ছিলেন ৷ আর কে কী উপদেশ দিয়েছিলেন ৷ তিনি বলেন, "কেরিয়ারের শুরুতে, কেউ একজন আমাকে বলেছিলেন, আমার বয়স নিশ্চয় 21 বছর হবে ৷ আমি জানি সেটা কে বলেছিল ৷ কিন্তু আমি তাঁর নাম নেব না ৷ আমাকে বলেছিলেন, সবসময় মনে রাখবে, যাই হোক না কেন, যতই অসম্মানের সঙ্গে তোমাকে কেউ প্রশ্ন করুক না কেন, তুমি সবসময় সম্মান দিয়ে প্রশ্নের উত্তর দেবে ৷ কারণ ইতিহাস কখনও প্রশ্ন মনে রাখে না ৷ তুমি কী উত্তর দিলে সেটা মনে রাখবে ৷ এই কথাটা আমি সারাজীবন মনে রেখেছি ৷"

আরও পড়ুন: বড়পর্দায় এবার তৃতীয় লিঙ্গের অধিকারের লড়াই, প্রকাশ্যে সুস্মিতা সেনের 'তালি'র ট্রেলার

এই ভিডিয়ো সোশাল মাধ্যমে সামনে আসার পর কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনি কমেন্টে লিখেছেন, "কুইন অর্থাৎ রানি ৷" একজন নারী সত্ত্বাকে সম্মান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কারও ৷ সমালোচনাকে তোয়াক্কা না-করে, কাজের প্রতি শ্রদ্ধা ও একাগ্রতা অভিনেত্রী সুস্মিতা সেনকে আর পাঁচটা অভিনেত্রীর থেকে করেছে একদম আলাদা ৷

ABOUT THE AUTHOR

...view details