পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka Chopra at Mumbai: মুম্বই বিমানবন্দরে প্রিয়াঙ্কা, নজর কাড়ল মেয়ের নামের চেইন - সিটাডেল অভিনেত্রী

আজ থেকে শুরু হতে চলেছে জিও মামি(মুম্বই অ্যাকাডেমি অপ দ্য মুভিং ইমেজ) মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মুম্বইয়ে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

Etv Bharat
মুম্বই বিমানবন্দের প্রিয়াঙ্কা

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 12:25 PM IST

হায়দরাবাদ, 27 অক্টোবর: শুক্রবার থেকে শুরু হতে চলেছে জিও মামি(মুম্বই অ্যাকাডেমি অপ দ্য মুভিং ইমেজ) মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এদিন সকালে মুম্বই বিমান বন্দরে পা রাখলেন 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া ৷ মামি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানও প্রিয়াঙ্কা ৷ ফলে অনুষ্ঠানের উদ্বোধনের দিন তাঁকে তো থাকতেই হবে ৷

এদিন সকালে বিমানবন্দরে নামতেই 'সিটাডেল' অভিনেত্রীকে ঘিরে ধরেন পাপারাৎজিরা ৷ অভিনেত্রীকে দেখা যায়, কালো রঙের ব্ল্যাক ক্রপ টপে ৷ সঙ্গে লম্বা শ্রাগ ও ম্যাচিং প্যান্টস ৷ পিগি চপসের লুক সাধারণ হলেও ছিল স্টাইলিশ ৷ মুখে ন্যাচরাল মেকআপ ৷ চুল রেখেছিলেন খোলা ৷ তবে পাপারাৎজিদের নজর আটকে যায়, প্রিয়াঙ্কার গলায় থাকা চেইনয়ের দিকে ৷ সিলভার রঙের একটি চেইন পড়ে থাকতে দেখা যায় পিগিকে ৷ তাতে লেখা রয়েছে তাঁর মেয়ে মালতি ম্যারির নাম ৷

মেয়ের নামের চেইন পড়া ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল ৷ সকলেই মা প্রিয়াঙ্কার এমন ভাবনার প্রশংসা করেছেন ৷

এরপর আরও একটি ভিডিয়ো প্রিয়াঙ্কা নিজের সোশাল অ্যাকাউন্টে শেয়ার করেছেন ৷ যেখানে তিনি বিমান বন্দর থেকে বেরিয়ে গাড়িতে যেতে যেতে জানিয়েছেন, ভারতে এসে তিনি কতটা আনন্দ পাচ্ছেন ৷ তার সঙ্গে শেয়ার করেছেন পাসপোর্ট ও অফিসিয়াল কাগজের কিছু ছবি ৷ ক্যাপশনে লিখেছেন, "এই কিছুক্ষণ হল মুম্বইয়ে পা রেখেছি ৷ আর অপেক্ষা করতে পারছি না ৷" এছাড়াও প্রিয়াঙ্কা মেয়ে মালতির সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন ৷ ছবি দেখেই বোঝা গিয়েছে, এটি মুম্বইয়ে আসার আগে মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ৷

জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে 10 দিনে দেখানো হবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা 250টি ছবি ৷ মুম্বইয়ের বান্দ্রার কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে 5 নভেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল ৷ এই ফেস্টিভ্যালে 40টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার, 45টি ছবির এশিয়া প্রিমিয়ার, 70টি ছবির সাউথ এশিয়া প্রিমিয়ার হতে চলেছে ৷

আরও পড়ুন: রামায়ণ থেকে কিশোর কুমারের বায়োপিক, নতুন কাজ নিয়ে মুখ খুললেন রণবীর

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করিনা কাপুর খান, সোনম কাপুর, করণ জোহর, কমল হাসান, মণি রত্নম, হনশল মেহতা, একতা কাপুর, ভূমি পেদনেকর, অনুরাগ কাশ্যপ, মানুষী চিল্লার, আলি ফজল ছাড়াও আরও অনেক তারকা ৷

ABOUT THE AUTHOR

...view details