নয়াদিল্লি, 9 এপ্রিল:ইউক্রেনে রাশিয়ার মিলিটারি অপারেশন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ যুদ্ধের জেরে উদ্বাস্তু হয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বব্যাপী জননেতাদের কাছে অনুরোধ জানালেন তিনি ৷ সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর যে ঘটনা সারা বিশ্বকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হল ইউক্রেনে রাশিয়ার মিলিটারি অপারেশন ৷ যুদ্ধের জেরে উদ্বাস্তু হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ ৷ এবার তাঁদেরই পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে জননেতাদের দারস্থ হলেন পিগি চপস (Priyanka Opens up About the Ukraine Crisis)৷
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, প্রায় আড়াই মিলিয়ন শিশুকে নিজেদের সবকিছু পিছনে ফেলে রেখে ঘর ছাড়া হতে হয়েছে এই তথাকথিত মিলিটারি অপারেশনের জেরে ৷ ইউক্রেনের পার্শ্ববতী দেশগুলিতে কোনওভাবে পালিয়ে বেঁচেছে তারা ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিশুদের এত বড় পলায়ন আগে কখনও ঘটেনি ৷ তাই তাঁর অনুরোধ বিশ্বব্যাপী জননেতারা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আর্জি মেনে এই বিষয়টি নিয়ে যেন কোনও উপযুক্ত পদক্ষেপ নেন ৷