পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের - Priyanka Nick visit mandir

Malti Marie's 2nd birthday: দেখতে দেখতে দুবছরে পা দিয়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতি ৷ মেয়েকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে বরাবরাই পরিচয় করিয়েছেন দেশী গার্ল ৷ এবার তিনি মেয়ের জন্মদিনে ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন মন্দিরে ৷ রইল ঝলক ৷

Etv Bharat
মালতিকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 11:06 AM IST

মুম্বই, 18 জানুয়ারি:মেয়ের জন্মদিন বলে কথা, নিক-প্রিয়াঙ্কা তা উদযাপন করলেন গ্র্যান্ড ভাবে ৷ তবে শুধু পার্টি নয়, মেয়ের আগামীর শুভ কামনা চেয়ে মন্দিরে পুজোও দিলেন জোনাস দম্পতি ৷ মিষ্টি মালতিকে কোলে নিয়ে বাবা নিক নিলেন ভগবানের আশীর্বাদ ৷ সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা সেই ছবি শেয়ার করেছেন ৷

ক্যাপশনে লিখেছেন, "সে আমাদের কাছে ম্যাজিকের মতো ৷ সে এবার দু বছরে পা দিল ৷" প্রিয়াঙ্কা-নিক লস অ্যাঞ্জেলসে মেয়ের জন্মদিন পালন করেছেন ৷ নিক শেয়ার করেছেন জন্মদিনের পার্টি ছবি ৷ দেশী গার্ল শেয়ার করেছেন মেয়ের জন্মদিনের মন্দিরে পুজো দেওয়ার ছবি ৷ তবে শুধু নিক-প্রিয়াঙ্কা নয়, নাতনির জন্মদিনে মন্দিরে পুজো দিতে দেখা যায় দেশী গার্লের মা মধু চোপড়াকেও ৷

প্রিয়াঙ্কার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, মালতি ম্যারি চোপড়া জোনাস এক বড় ফুলের মালা পড়ে রয়েছে ৷ মিষ্টি মালতির পরে রয়েছে সাদার উপর নানা রঙের কাজ করা পাজামা ৷ মাথায় দুদিকে চুল বাধা আর কপলে ছোট্ট টিপ ৷ মালতির সেই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷ সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিউট পুতুল বলে আখ্যাও দিয়েছে ৷ অনেকে আবার বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি মেয়েকে শেখানোর জন্য প্রশংসা করেছেন জোনাস তারকার ৷

অন্যদিকে জন্মদিনের পার্টির থিম ছিল এলমো ৷ সেখানে মালতিকে দেখা গিয়েছে গোলাপী রঙের জামা ও লাল প্যান্টে ৷ মাথায় মুকুট ও চোখে হার্ট শেপের সানগ্লাস ৷ পাপেট শো থেকে কেকের ছবি সোশাল মিডিয়ায় জোনাস দম্পতি শেয়ার করতেই তা ভাইরাল ৷ কোথাও দেখা গিয়েছে বাবা নিক মেয়েকে নিয়ে পাপেট শো দেখছেন আবার কোথাও জোনাস ব্রাদার্স একসঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন ৷ এর আগে মালতির জন্মদিন সমুদ্র কিনারে নিজেদের মতো করে উদযাপন করেছে জোনাস পরিবার ৷ লারা দত্ত থেকে দিয়া মির্জা বলিউডের অনেকেই মালতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সোশাল মিডিয়ায়৷

ABOUT THE AUTHOR

...view details