হায়দরাবাদ, 9 মে :সোমবার মুক্তি পেল অক্ষয় কুমারের নতুন ঐতিহাসিক ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার ৷ এই ঐতিহাসিক ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে (Akshay Kumar Prithviraj trailer Releases)৷ ট্রেলারেও রয়েছে পৃথ্বীরাজের যুদ্ধের বেশ কিছু ঝলক ৷ ট্রেলারে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং সোনু সুদকেও ৷ তাঁদের চরিত্র কী ধরণের হতে চলেছে তারও আভাস মিলেছে ট্রেলারে ৷
পৃথ্বীরাজের জীবন এবং বীরত্বের গাথাই এই ছবির পটভূমি ৷ অক্ষয় এখানে ফুটিয়ে তুলেছেন হানাদার মহম্মদের বিরুদ্ধে সম্রাটের লড়াইয়ের কাহিনি ৷ যোদ্ধা পৃথ্বীরাজের নির্ভীক সাহসী পদচারনাই ছিল তাঁর জীবনের মূল ভিত্তি ৷ পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীও চেয়েছিলেন এই ছবিটি পৃথ্বীরাজের জীবনের সবচেয়ে প্রামাণিক একটি উপস্থাপনা হয়ে উঠুক ৷