কলকাতা:19 মে মুক্তি পেতে চলেছে নবীন ইরাগনি পরিচালিত তেলুগু ছবি 'হাসিনা'। এই ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন বাংলার মেয়ে প্রিয়াঙ্কা দে । তাঁর অভিনীত প্রথম তেলুগু ছবি 'শ্যাম সিংহ রায়' । দক্ষিণী সুপারস্টার ন্যানি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আর এবার মুক্তির পথে 'হাসিনা'। যেখানে নাম ভূমিকা হাসিনার চরিত্রেই রয়েছেন প্রিয়াঙ্কা । তেলুগু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তিনি জানালেন ইটিভি ভারতকে ।
তেলেগু ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা ইটিভি ভারত:এই ছবিতে চরিত্রটা কেমন?
প্রিয়াঙ্কা: হাসিনা একজন অনাথ মুসলিম মেয়ে । ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত অনেক শেডস রয়েছে হাসিনার চরিত্রে । কখনও সে সরল । কখনও আবার স্বার্থপর হয়ে যায় নিরুপায় হয়ে । সে ভালোবাসতে জানে । আবার প্রয়োজনে সে ডনও হয়ে উঠতে পারে । এই ছবির জন্য বন্দুকও চালাতে হয়েছে আমাকে ।
ইটিভি ভারত: তেলুগু ছবিতে নায়িকার ভূমিকায়। বাংলা সিনেমাতেও তো এটা হতে পারত।
প্রিয়াঙ্কা: বাংলা ছবি সুযোগ না দিলে কীভাবে সম্ভব?
ইটিভি ভারত: কিন্তু আপনি তো বাংলায় কাজ করেছেন।
প্রিয়াঙ্কা:হ্যাঁ 'সুইৎজারল্যান্ড' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি । তবে, তা উল্লেখযোগ্য হয়ে ওঠেনি । এছাড়াও আরও বেশ কিছু ছবিতে কাজ করেছি । তবে তা তেমন গুরুত্বপূর্ণ নয় যে আমাকে আলাদা করে তুলে ধরবে । অভিনয় করতে ভালোবাসি । তাই বাংলা হোক বা অন্য কোনও ভাষা, কাজের জন্য যে কোনও ভাষাতে আমি কাজ করতে রাজি আছি ।
ইটিভি ভারত: আর কোনও তেলুগু ছবির কাজ কি হাতে রয়েছে?
প্রিয়াঙ্কা:হ্যাঁ তৈরিই আছে । তবে, 'হাসিনা' মুক্তি পেতে চলেছে আগে । আর 'মহালিঙ্গপুরম', 'স্ট্রাইকার', কে জি কে' এই তিনটি প্রজেক্ট রয়েছে মুক্তির অপেক্ষায়।
ইটিভি ভারত: কেরিয়ারের শুরুতে অনেকে ছোটপর্দায় কাজ করে । বাংলায় সেরকম অফার আসেনি কখনও?
প্রিয়াঙ্কা:এসেছে । তবে আউট অ্যান্ড আউট নেগেটিভ । তাই এগোইনি । আমি মডেলিং করি । বাংলায় আমি প্রচুর বিজ্ঞাপণের কাজ করেছি । এক গয়না প্রস্তুতকারী সংস্থার দু'বছর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলাম । এ ছাড়াও বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি । বাংলাদেশের বিজ্ঞাপনেও কাজ করেছি । সুস্মিতা আনিসের সঙ্গে বাংলাদেশের একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছি । সৌমিক সেনের সঙ্গে 'মহালয়া'য় কাজ করেছি । সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মেয়ের চরিত্র করেছি ।
ইটিভি ভারত: ওখানে অভিনেতাদের যত্ন কীভাবে নেওয়া হয়? অভিজ্ঞতা কেমন?
প্রিয়াঙ্কা: ওখানে যে লিড রোল করছে আর যে সাইড রোল করছে দু'জনেই সমান গুরুত্ব পায় । পার্থক্য করা হয় না। এখানে সেই পার্থক্যটা ভীষণভাবে ধরা পড়ে ।
ইটিভি ভারত:তেলুগু ভাষা শিখে ফেলেছেন?
প্রিয়াঙ্কা:অল্প । বুঝতে পারি । ভালো বলতে পারি না । আমার সংলাপ অন্য একজন ডাবিং করেছেন ছবিতে ।
ইটিভি ভারত: বাংলায় অফার এলে করবেন তো?
প্রিয়াঙ্কা:অবশ্যই । এসেওছে । আমি আপ ডাউন ফেয়ার চাওয়ায় বলা হয়েছে এত বাজেট নেই । পরবর্তীতে সব ঠিকমতো ক্লিক করলে নিশ্চয়ই করব । পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে রাজি আমি । আমি মালয়ালম জুয়েলারি ব্র্যান্ডেও কাজ করেছি । কেরালা জুড়ে হোর্ডিং-এ আমার ছবি দেখেছে মানুষ ।
ইটিভি ভারত:আর সেই আপনার রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' দেখানো হয়নি। কী বলবেন?
প্রিয়াঙ্কা:ছবিটা আমি দেখিনি । তাই সিনেমাটা নিয়ে আমি কিছু বলতে পারব না । তবে আমরা তো সিনেমা দেখি মনোরঞ্জনের জন্য। অত গভীরে না ভেবে শিল্পীর শিল্পটাকে গুরুত্ব দেওয়াই ভালো । ছবিটা তো অন্য রাজ্যে মানুষ দেখছে । তাতে ব্যবসাও বাড়ছে । ক'দিন আগে 'পাঠান' বিতর্কও দেখেছি আমরা । তাতে কী হল? ছবি তো হিট ।
আরও পড়ুন:গান লিখলেন, গাইলেনও! অনির্বাণের কণ্ঠে মুক্তি পেল আবার বিবাহ অভিযানের টাইটেল ট্র্যাক