কলকাতা, 8 জুন:দেব এখন রীতিমতো চর্চায় রয়েছেন তাঁর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' নিয়ে ৷ সম্প্রতি শুরু হয়ে গিয়েছে এই ছবির চতুর্থ পর্বের শ্য়ুটিংও ৷ এর আগেই ঝাড়খণ্ড, মধ্য়প্রদেশ-সহ একাধিক জায়গায় শ্যুটিং সেরেছে দেব-বিরসার টিম ৷ এই ছবি নিয়ে উত্তেজনা দেব অনুরাগীদের মধ্য়েও তুঙ্গে ৷ কারণ প্রথমবার দেব পর্দায় আসতে চলেছেন ব্যোমকেশ সাজে ৷ তবে তার সঙ্গে চর্চা চলেছে দেবের আগামী ছবি 'প্রধান' নিয়েও ৷ এই ছবির পরিচালক অভিজিৎ সেন ৷ কোথায় হবে ছবির শ্যুটিং তারই কিছু আভাস এবার দিলেন দেব ৷
পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে এই নিয়ে তৃতীয়বার জুটি বাঁধতে চলেছেন দেব ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে ৷ ইতিমধ্য়েই সৌমিতৃষার বেশকিছু ছবিও শেয়ার করেছেন প্রধান ছবির নির্মাতা অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে ৷ এর আগে অভিজিৎ সেনের হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন শ্বেতা ভট্টাচার্য ৷ ছবির নাম ছিল 'প্রজাপতি' ৷ রীতিমতো সুপারহিট হয়েছিল দেব-শ্বেতা জুটি ৷ আর এবার দেবের হাত ধরছেন সৌমিতৃষা ৷ কিন্তু ছবির শ্যুটিংটা হবে কোথায় ?