হায়দরাবাদ, 24 মার্চ: পরিচালক প্রদীপ সরকারের জীবনাবসান ৷ 67 বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিলেন এই প্রবাদপ্রতীম নির্মাতা ৷ শুক্রবার সকালে এই দুঃসংবাদটি সকলকে জানিয়েছেন পরিচালক হনসল মেহেতা ৷ হনসল এদিন প্রদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন, 'প্রদীপ সরকার দাদা আপনার আত্মার শান্তি কামনা করি ৷' বর্ষীয়াণ এই পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা ৷ শোকের ছায়া নেমেছে বলিউডেও (Pradeep Sarkar Passes Away) ৷ 1955 সালের 30 এপ্রিল অভিনেতার জন্ম। দীর্ঘদিন ধরে একটু একটু করে টিনসেল টাউনে নিজের জায়গা তৈরি করেছিলেন এই বাঙালি পরিচালক। শুক্রবার আচমকাই শেষ হল সেই 'সুহানা সফর'।
খবরটি সোশাল মিডিয়ায় সামনে আসার পর পরিচালককে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ীও ৷ তিনি জানিয়েছেন এই খবর শুনে তিনি চুড়ান্ত আঘাত পেয়েছেন ৷ তিনি লেখেন,' প্রদীপ সত্যিই বিস্ময়কর ৷ আপনার আত্মার শান্তি কামনা করি দাদা ৷' শোক জ্ঞাপন করেছেন অজয় দেবগণও ৷ প্রাথমিক খবর অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্য়ু হয় এই নির্মাতার ৷ তাঁর ডায়ালিসিস চলছিল বেশ কিছু দিন ধরে। সেইসঙ্গে নেমে গিয়েছিল পটাশিয়াম লেভেলও ৷"