হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর:আদিপুরুষে তাঁকে দেখা গিয়েছিল ভগবান রামের চরিত্রে ৷ এবার কি তাহলে প্রভাস আরেকটি মহাকাব্যিক পৌরাণিক চরিত্রে অভিনয় করতে চলেছেন ? হ্যাঁ সম্প্রতি এমনই খবর ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ ভারতের আকাশে বাতাসে ৷ কানা ঘুষো শোনা যাচ্ছে, এবার কান্নাপা নামের আসন্ন পিরিয়ড ড্রামা ছবিতে ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । আর এই খবর সামনে আসার পরই উত্তেজনা যেন বাধ মানছে না এই দক্ষিণী তারকার অনুরাগীদের ৷ তবে খবরটি যে একবারেই ভুল নয়, তা স্পষ্ট করেছেন প্রযোজক বিষ্ণু মাঞ্চু ৷ তিনি নিশ্চিত করেছেন যে সত্যিই প্রভাস শিবের চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ যদিও ছবিতে প্রভাসের চরিত্র সম্পর্কে এখনও কিছু খোলসা করে জানানো হয়নি ৷ তবে বিষ্ণু মাঞ্চু রহস্য রেখেই বলেন, "হর হর মহাদেব ৷"
জানা গিয়েছে, শীঘ্রই কান্নাপ্পা সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে চলেছে এবং তার আগে একটি পুজোরও আয়োজন করা হয় ৷ মুকেশ সিং-এর পরিচালনায় তৈরি হবে কান্নাপ্পা । যার চিত্রনাট্য লিখেছেন প্রতিভাবান ত্রয়ী পারুচুরি গোপালকৃষ্ণ, বুরা সাই মাধব এবং থোটা প্রসাদ ৷ এছাড়াও, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যাননের বোন নূপুর । আভা এন্টারটেইনমেন্ট এবং 24 ফ্রেম ফ্যাক্টরির ব্যানারে ফিল্মটি নির্মিত হবে ৷ কান্নাপ্পায় সংগীত পরিচালনা করছেন মণি শর্মা এবং স্টিফেন দেবাসি ৷