হায়দরাবাদ, 30 অগস্ট:আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৷ অগস্টের মতো সেপ্টেম্বরও হতে চলেছে বিগ ব্যাটেল ৷ এক্ষেত্রে সিনেপ্রেমীদের অবশ্য পোয়া বারো ৷ কারণ তাঁরা মাসের শুরুতে দেখবেন শাহরুখকে আর শেষে দেখবেন প্রভাসকে ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ আর অন্যদিকে প্রভাসের 'সালার' মুক্তি পাবে 28 সেপ্টেম্বর ৷ দু'টি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ বিভিন্ন রিপোর্ট বলছে বিদেশের মাটিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে নাকি কিং খানের ছবিকে পিছনে ফেলে দিয়েছে 'সালার' ৷
বিদেশের অগ্রিম বুকিংয়ের পরিসংখ্য়ান ঠিক কী বলছে? হিসাব অনুযায়ী 28 অগস্ট পর্যন্ত 'জওয়ান' ছবির যে টিকিট বিক্রি হয়েছে তাতে 200,000 ডলার ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা ৷ অন্যদিকে 'সালার' ছবির বুকিং রেকর্ড এর চেয়ে অনেক গুণ ভালো ৷ প্রি বুকিংয়ের হিসাব ধরে নিলে বিদেশে ইতিমধ্যেই 400,000 ডলার আয় করে ফেলছে এই ছবি ৷ অন্যদিকে ভারতেও 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আগেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে তার সম্পূর্ণ পরিসংখ্যান এখনও সামনে আসেনি ৷