হায়দরাবাদ, 21 জুলাই:ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে প্রভাসের 'প্রজেক্ট কে' ছবির টিজার ৷ আর টিজার সামনে আসতে না-আসতেই উন্মাদনার বাঁধ ভেঙেছে সকলের ৷ কারণ ঠিক যে অ্যাকশন হিরোকে তাঁরা দেখতে চেয়েছিলেন পর্দায়, ঠিক সেভাবেই কামব্যাক করেছেন প্রভাস ৷ ভারতের এই নতুন সুপারহিরোকে নিয়ে তাই যথেষ্ট খুশি ফ্য়ানেরা ৷ এরই মাঝে সেই উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন প্রভাস নিজেই ৷ কারণ 'আরআরআর' স্টার রামচরণের সঙ্গে তাঁর পরবর্তী কাজ নিয়ে বড় আপডেট দিলেন এই সুপারস্টার ৷
সম্প্রতি সামনে এসেছে এমন একটি ভিডিয়ো যেখানে প্রভাসকে রামচরণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ ভিডিয়োতে তিনি বলেন, "রামচরণ আমার বন্ধু ৷ ওরা সবাই আমার বন্ধু ৷ তাই আমরা নিশ্চয়ই একদিন একসঙ্গে কাজ করব ৷" এই ভিডিয়ো ক্লিপিং সামনে আসার পর থেকেই তা নিয়ে রীতিমতো উৎসাহিত ফ্যানেরা ৷ তাঁদের একজন লেখেন, "যদি এটা হয় তাহলে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় জোট হতে চলেছে ৷" আরেকজন লেখেন, "এই কম্বোটির জন্য় অপেক্ষা করে আছি ৷"