হায়দরাবাদ, 13 জানুয়ারি: একের পর একের ফ্লপের পর ব্লকব্লাস্টার হিট ছবি উপহার দিয়েছেন দক্ষিণী তারকা প্রভাস ৷ 'সালার পার্ট-1 সিজফায়ার' বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ ছবির সাফল্যে বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড পর্টির ৷ পরিচালক প্রশান্ত নীল, প্রভাস ছাড়াও সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন শ্রুতি হাসান, জগপতি বাবু-সহ একাধিক তারকা ৷
সাকসেস পার্টির একাধিক ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল ৷ পাশাপাশি শ্রুতি হাসান-সহ অনেক তারকাই গ্র্যান্ড সেলেব্রেশনের ঝলক শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ ছবিতে দেখা গিয়েছে, পার্টিতে প্রভাস পরেছিলেন কালো রঙের পোশাক ৷ অর্থাৎ কালো টি-শার্টের সঙ্গে ম্যাচিং ব্লেজার ও প্যান্ট ৷ সঙ্গে হলুদ রঙের চশমা বাহুবলি তারকার স্টাইল বাড়িয়ে দেয় অনেকটাই ৷
পাশাপাশি, 'সালার'-এর অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজেও বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে ৷ যেখানে অনুষ্ঠানের ভেন্যু কীভাবে সাজানো হয়েছিল তা তুলে ধরা হয় ৷ ছবিতে দেখা যায়, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে সাকসেস পার্টির থিমে রাখা হয়েছিল কালো রঙের ব্যবহার ৷
শ্রুতি হাসান ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে লেখেন, " নিজেকে কখনও উমপার মতো ট্রিট হতে দিয়ো না ৷ ডার্লিং তুমি তো বিরিয়ানি ৷" উল্লেখ্য, 'ডার্লিং' আসলে প্রভাসের নিকনেম যা তাঁর অনুরাগীরা তাঁকে দিয়েছেন ৷ আর দক্ষিণী তারকাও তাঁর অনুরাগীদের 'ডার্লিং' বলেই সম্বোধন করেন ৷