পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা - সালার পার্ট 1 সিজফায়ার

Kalki 2898 AD Release Date: 'সালার: পার্ট 1-সিজফায়ার'-এর পর প্রভাসের 'কালকি 2898এডি' নিয়ে উৎসাহ তুঙ্গে অনুরাগীদের ৷ কবে মুক্তি পাবে এই ছবি তা নিয়ে উৎসুক সকলেই ৷ মঙ্গলবার নতুন একটি পোস্ট বাড়িয়েছে সেই জল্পনা ৷

Etv Bharat
'কালকি 2898এডি' মুক্তির তারিখ নিয়ে জল্পনা

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 9:57 PM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি: মেইনস্ট্রিম বক্স অফিসে সাফল্য ফিরে পেয়েছেন প্রভাস ৷ টানা ফ্লপের মুখ দেখার পর চলতি বছর ক্রিসমাস আবহে মুক্তি পায় 'সালার: পার্ট 1-সিজফায়ার' ৷ ভারতে 400 কোটি টাকা আয়ের পাশাপাশি গ্লোবাল বক্স অফিসে এই ছবি ঘরে তুলেছে 650 কোটি টাকা ৷ এবার দর্শকদের নজর মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কালকি 2898এডি' ৷ প্রকাশ্যে এল নতুন তারিখ ৷ যা নিয়ে জল্পনা অনুরাগীদের মধ্যেও ৷

'কালকি 2898এডি'র এক্স হ্যান্ডেলে মঙ্গলবার একটি ছবি পোস্ট করা হয় ৷ সেখানে ক্যাপশনে লেখা থাকে "ইট বিগিনস ৷" ছবিটিতে ক্লিক করলে দেখা যায়, সেখানে শুরু হয়েছে কাউন্টডাউন ৷ এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা ৷ শুটিং শুরুর সময় থেকেই এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে বেড়েই চলেছে উত্তেজনার পারদ ৷

প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, দিশা পাটানি, কমল হাসান, অভিনীত এই ছবির নতুন মুক্তির তারিখ নিয়েই শুরু হয়েছে ধন্দ ৷ এদিনের পোস্ট দেখে অনুমান করা হচ্ছে যে 2024 সালের 9 মে মুক্তি পাবে নাগ আশ্বিন পরিচালিত বিগ বাজেটের লার্জার দ্যান লাইফ এই ছবি ৷ শুধু তাই নয়, 12 জানুয়ারি ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে বলেও মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বই আইআইটিতে টেক ফেস্ট অনুষ্ঠানে 'কালকি' ছবি নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পরিচালক ৷ সেখানে ছবির বিশেষ কিছু দৃশ্য যেমন তুলে ধরা হয় তেমনই সেখানে একাধিক রোবটিক মানুষদের দেখা যায় ৷ 1 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয় 'কালকি 2898এডি'র এক্স হ্যান্ডেলে ৷ অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের জন্মদিনে তাঁর একটি পোস্টারও শেয়ার করা হয় ৷ সব মিলিয়ে কালকি কবে মুক্তি পাচ্ছে, নতুন কোন খবর আনবে ছবির টিম, তা নিয়ে কৌতূহলী দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details