হায়দরাবাদ, 19 জুলাই:কয়েকদিন আগেই 'প্রজেক্ট কে' নির্মাতারা সামনে এনেছেন দীপিকা পাড়ুকোনের লুকের প্রথম ঝলক ৷ আর তা দেখার পর থেকেই প্রভাসের লুক কেমন হতে চলেছে তা জানার আগ্রহ তুঙ্গে উঠেছে ৷ এবার অপেক্ষার পালা শেষ ৷ বুধবার প্রভাসের লুকও সামনে আনলেন নির্মাতারা ৷ 'আদিপুরুষ' ছবির বিপুল ব্যর্থতার পর 'সালার' ছবির হাত ধরে আবারও কিছুটা কামব্যাক করেছেন অভিনেতা ৷ এই ছবির টিজার দেখে বেশ ভালো লেগেছে অনুরাগীদের ৷ এবার তাঁর 'প্রজেক্ট কে' ছবির জন্য় অপেক্ষা করে রয়েছেন সকলে ৷
বৈজয়ন্তী ফিল্মস প্রযোজিত এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো বর্ষীয়ান অভিনেতার ৷ অনেকেই আশা করছেন এই ছবির হাত ধরে ঠিকই কামব্যাক করবেন তাঁদের প্রিয় সুপারস্টার ৷ বিগ বাজেট এই ছবিটির কাহিনির মূলত কল্প বিজ্ঞান নির্ভর ৷ আগামী 20 জুলাই মার্কিন মুলুকে কমিককনে মুক্তি পেতে চলেছে ছবির প্রথম ঝলক ৷ তার আগেই সামনে এল প্রভাসের লুক ৷ ফ্যানেরা বেশ খুশি তাঁর এই নতুন লুক নিয়ে ৷