পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Project K Movie: সান দিয়োগের আন্তর্জাতিক ইভেন্টে মুক্তি পাচ্ছে ট্রেলার, বিগ বি-প্রভাসের 'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের - San Diego Comic Con 2023 SDCC

সান দিয়েগোর একটি ইন্টারন্যাশানাল ইভেন্ট মুক্তি পেতে চলেছে প্রভাসের 'প্রজেক্ট কে' ছবির ট্রেলার ৷ ট্রেলারটি মুক্তি পাবে এই মাসের শেষের দিকেই ৷

San Diego Comic Con 2023
প্রজেক্ট কে ছবির ট্রেলার মুক্তি বিদেশে

By

Published : Jul 7, 2023, 3:20 PM IST

হায়দরাবাদ, 7 জুলাই:সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাসের নতুন ছবি 'সালার'-এর টিজার ৷ পরিচালক প্রশান্ত নীলের এই ছবিতে প্রভাসের লুক এখনও সামনে না-এলেও তাঁর অ্যাকশন দেখেই দিলখুশ ফ্যানেদের ৷ আর এবার সামনে এল প্রভাসের আরও একটি বহু প্র্রতিক্ষীত ছবির খবর ৷ ছবির নাম 'প্রজেক্ট কে' ৷ এই মাল্টিস্টারার ছবিতে শুধু প্রভাস একা নন রয়েছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানও ৷ এবার জানা গেল একটি ইন্টারন্যাশানাল ইভেন্টে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার ৷

ছবির একট পোস্টার শেয়ার করে প্রভাস লিখেছেন,"এই ছবি নিয়ে আমি ঠিক কতটা উত্তেজিত তা বলে বোঝাতে পারব না ৷ সান দিয়েগোয় দেখা হচ্ছে তাহলে ৷ 20 জুলাই তারিখটা দাগ দিয়ে রাখুন ৷" তাঁর এই পোস্ট সামনে আসার পর থেকেই তা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ফ্য়ানেরা ৷ কেউ লিখছেন, "প্রভাস: ভারতীয় সিনেমার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৷" অন্য়দিকে আর একজন লিখেছেন, "সারা দেশ জুড়েই প্রভাসের সাম্রাজ্য ৷"

এই ঘটনায় আনন্দিত পরিচালক নাগ অশ্বিনও ৷ সান দিয়েগোর এই ইভেন্ট নিয়ে তিনি বলেন, "লেখকের কলম থেকে যে সমস্ত অসামান্য সুপার হিরোদের জন্ম হয়েছে তাদের অনেকেরই জন্মভূমি ভারত ৷ আমার মনে হয় আমাদের ছবি এই বিষয়টিকে দর্শকের কাছে সঠিকভাবে তুলে ধরবে ৷ একইসঙ্গে সারা বিশ্বের দর্শকদের সঙ্গে যোগাযোগের একটা দারুণ সুযোগ আমায় করে দিয়েছ কমিক কন ৷" সান দিয়েগো কমিক-কন নামক এই ইভেন্টে ছবির মুক্তি তারিখ, নাম, পোস্টার এবং ট্রেলার সামনে আনতে চলেছেন নির্মাতারা ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি সুযোগ পেল এই ইভেন্টে ৷

আরও পড়ুন: ফ্যানেদের ধাক্কাধাক্কির শিকার ক্য়াটরিনা, উদ্ধারে তৎপর দেহরক্ষীরা

'আদিপুরুষ' ছবির বিপর্যয়ের পর আবারও নিজের আসন ফিরে পাওয়া প্রভাসের জন্য যে রীতিমতো কঠিন কাজ তা বলাই বাহুল্য ৷ তবে ইতিমধ্য়েই 'সালার' ছবির টিজার সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে সাহায্য করেছে ৷ আর অনুরাগীদের আশা 'প্রজেক্ট কে' ছবির টিজার মুক্তি পেলে অনেকটাই নিজের হারানো সাম্রাজ্য আবার ফিরে পাবেন প্রভাস ৷

ABOUT THE AUTHOR

...view details