পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দেড় দশক আগে শুরু হয়েছিল 'সালার' কাহিনী! 'ডাঙ্কি'র ভিড়ে বক্সঅফিসে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রভাসের - রাজকুমার হিরানি

Prabhas starrer Salaar: 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে প্রভাসের 'সালার' ৷ দেড় দশক আগেই এই ছবির বীজ বপণ হয়েছিল ৷ পরিচালক প্রশান্ত নীলের হাত ধরে আজ তা মহীরুহ হয়ে উঠতে পারবে কি? 'ডাঙ্কি'র সঙ্গে প্রতিযোগিতায় অ্যাডভান্স বুকিংয়ে কতটা এগিয়ে রইল প্রশান্ত নীলের ছবি রইল বিস্তারিত ৷

Etv Bharat
22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে প্রভাসের 'সালার'

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 2:48 PM IST

Updated : Dec 21, 2023, 5:47 PM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: বছর শেষে মুখোমুখি দুটি বিগ বাজেটের বিগ ছবি ৷ একদিকে মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ডাঙ্কি ৷ অন্যদিকে একদিন পরেই মুক্তি পেতে চলেছে প্রশান্ত নীল-প্রভাস জুটির সালার ৷ স্বভাবতই অনেক চলচ্চিত্রপ্রেমী মনে করছেন বড়দিনের আমেজে বলিউড ও দক্ষিণী ছবি সম্মুখ সমরে ৷ সালার কি পারবে ডাঙ্কির প্রথম দিনের কালেকশনের থেকে এগিয়ে থাকতে? অ্যাডভান্স বুকিংয়ের আগাম সংকেত, দুই তারকার বক্সঅফিসের জন্য বেশ তাৎপর্যপূর্ণ ৷

'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সালার ছবির প্রথম দিনের টিকিট বুকিং হয়েছে 14 লাখ 10 হাজার 965টি ৷ যা বক্সঅফিসে ইতিমধ্যেই তুলে দিয়েছে 29.55 কোটি টাকা ৷ শুক্রবার 10 হাজার 472টি প্রেক্ষাগৃহে হিন্দি, তেলুগু, কন্নড়, মালয়লম ও তামিল ভাষায় মুক্তি পাবে প্রভাসের 'সালার পার্ট ওয়ান– সিজফায়ার' ৷ সূত্রের খবর, সালার প্রথম দিনে রেকর্ড তৈরি করতে পারে ৷ ফিল্ম অ্যাপ বুক মাই শোয়ে প্রায় 1.3 মিলিয়ন দর্শক, এই ছবি ঘিরে আগ্রহ প্রকাশ করেছে ৷ ফলে সালার যে বক্সঅফিসে বড়দিনের উৎসবে বড় ছাপ ফেলতে পারে, তা আশা করা যায় ৷ প্রভাস ছাড়াও মুখ্যচরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমরন ও শ্রুতি হাসানকে ৷

অন্যদিকে, 'সালার' ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল ৷ তবে মজার বিষয় এই ছবির গল্প একদিন বা একমাসে ঠিক হয়নি ৷ সালার কাহিনী শুরু হয়েছিল আসলে 15 বছর আগে ৷ তখন এই ছবির পরিচালক হিসাবে প্রশান্ত নীলের নাম সামনে আসেনি ৷ জানা যায়, ছবির প্রেক্ষাপটকে সামনে রাখলে এত বড় বাজেটের ছবি প্রথমদিকে আর্থিকভাবে চাপ তৈরি করেছিল ৷ ফলে প্রশান্ত নীল প্রথম দিকে অন্য কয়েকটি ছবি পরিচালনার মধ্য দিয়ে পায়ের মাটি শক্ত করতে চেয়েছিলেন ৷ তারপরেই ড্রিম প্রোজেক্ট সালার তৈরির কাজে হাত দেন প্রশান্ত ৷

শুধু তাই নয়, জানা গিয়েছে, গল্পের শুরু থেকেই মূল চরিত্র দেবার ভূমিকায় প্রভাসের কথা ভাবা হয়েছিল ৷ কিন্তু পরবর্তী সময়ে সেই চরিত্রের জন্য ঠিক হয় পৃথ্বীরাজের নাম ৷ পাশাপাশি, ছবি যে দুটি ভাগে মুক্তি পাবে, তা তখনও ঠিক হয়নি ৷ ছবি তৈরি করতে করতেই ঠিক হয়, এত বড় ক্যানভাসে গল্পকে তুলে ধরার জন্য ছবিকে দুটি ভাগে তৈরি করতে হবে ৷ সোশাল মিডিয়ায় চর্চা রয়েছে যে কেজিএফ ও সালার ছবির সঙ্গে একটা যোগসূত্র রেখেছেন পরিচালক প্রশান্ত ৷ তবে পরিচালক স্পষ্টত জানিয়েছেন, দুটি ছবির জার্নি সম্পূর্ণ আলাদা ৷ এমনকী, চিত্রনাট্যের বুনন ধরে রাখার জন্য প্রভাস-শ্রুতি হাসানের বিশেষ গানের দৃশ্য ভাবা হলেও, সেই ধারণা পরবর্তী সময়ে বাদ দেওয়া হয় ৷ ছবিতে শ্রুতি হাসানের চরিত্রের নাম আদ্যা ৷

2021 সালের 29 জানুয়ারি তেলেঙ্গনার গোদাবরিখানিতে শুরু হয়েছিল ছবির শুটিং ৷ পরবর্তী সময়ে ছবির শুটিং সম্পন্ন হয়েছে হায়দরাবাদ, ম্যাঙ্গালোর ও ভাইগাজ পোর্ট এলাকায় ৷ 114 দিনের মধ্যে শেষ হয় সালার ছবির শুটিং ৷ সূত্রের খবর, 'সালার' ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের আগে শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সের জন্যই খরচ করা হয় 20 কোটি টাকা ৷ পাশাপাশি, আর একটি দৃশ্য রয়েছে যেখানে হিরো প্রভাসকে দেখা যাবে 1 হাজার মানুষের সঙ্গে ফাইট করতে ৷ ফলে লার্জার দ্যান লাইফ সালার ছবির বাজেট গিয়ে দাঁড়ায় 270 কোটি টাকায় ৷

ছবিতে বেশ কিছু নৃশংস দৃশ্য থাকার কারণে সেন্সর বোর্ড সালার ছবিকে দিয়েছে 'এ' সার্টিফিকেট ৷ ছবির মোট ডিউরেশন 2ঘণ্টা 55 মিনিট 19 সেকেন্ড ৷ পাশাপাশি, 'কেজিএফ' ছবির পরিচালক পরিচয় ঘটিয়েছিলেন নারাচি দুনিয়ার সঙ্গে ৷ এবার দর্শকরা সাক্ষী থাকবেন খানসারের দুনিয়া দেখার জন্য ৷ তারপর দুই বন্ধু কীভাবে শত্রুতার ময়দানে পরস্পরের মুখোমুখি হন, কেমন হবে খানদার দুনিয়া, তার সাক্ষী থাকার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র একটা দিন ৷

আরও পড়ুন

1. কারও কাছে 'ব্লকব্লাস্টার' আবার অনেকেই 'হতাশ', 'ডাঙ্কি' ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

2.তিলোত্তমায় 'ডাঙ্কি' উৎসব! কেক কেটে-আতসবাজি ফাটিয়ে অশোকা হলে ভক্তদের উল্লাস

3.'ডাঙ্কি'র মুক্তি ঘিরে মাতোয়ারা মায়ানগরী, ঢোল-নাগারা বাজিয়ে ভোরের শোয়ে উপচে পড়া ভিড় বাদশা-বাহিনীর

Last Updated : Dec 21, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details