পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jason David Frank Dies: প্রয়াত গ্রিন পাওয়ার রেঞ্জার জেসন ডেভিড ফ্র্যাঙ্ক - Jason David Frank latest news

মাত্র 49 বছর বয়সে প্রয়াত অভিনেতা জেসন ডেভিড ফ্র্যাঙ্ক ৷ নয়ের দশকের ছোটদের কাছে তিনি অবশ্য পরিচিত ছিলেন 'মাইটি মরফিন পাওয়ার রেঞ্জার্স'-এর গ্রিন পাওয়ার রেঞ্জার টমি অলিভার হিসাবেই (Jason David Frank dies at 49) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 21, 2022, 10:55 PM IST

নিউইয়র্ক, 21 নভেম্বর: মাত্র 49 বছর বয়সে প্রয়াত অভিনেতা জেসন ডেভিড ফ্র্যাঙ্ক (Power Rangers star Jason David Frank dies at 49 )৷ নয়ের দশকের ছোটদের কাছে তিনি অবশ্য পরিচিত ছিলেন 'মাইটি মরফিন পাওয়ার রেঞ্জার্স'-এর গ্রিন পাওয়ার রেঞ্জার টমি অলিভার হিসাবেই(Jason David Frank dies at 49) ৷ তাঁর মৃ্ত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত বিনোদন জগৎ ৷ ফ্রাঙ্কের ম্যানেজার জাস্টিন হান্ট একটি বিবৃতির মাধ্য়মে রবিবার এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ৷ অবশ্য় মৃত্যুর কারণ বা সময় কোনওটাই উল্লেখ করা হয়নি এই বার্তায়(Jason David Frank latest news) ৷

শোয়ের ব্ল্যাক রেঞ্জার অর্থাৎ ওয়াল্টার ইমানুয়েল জোনসও জানিয়েছেন, তিনি এই ঘটনায় মর্মাহত ৷ তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আমাদের বিশেষ পরিবারের অন্যতম এক সদস্যকে হারিয়ে আমি ভীষণ দুঃখিত ৷" 'মাইটি মরফিন পাওয়ার রেঞ্জার্স' হল অশুভ শক্তির হাত থেকে দুনিয়াকে বাঁচাতে পাঁচ কিশোরের লড়াইয়ের গল্প ৷ এই পাঁচ কিশোর-কিশোরীকেই নিয়োগ করা হয় পাঁচ রেঞ্জার হিসাবে ৷ শোয়ের প্রথমে অবশ্য় টমি অলিভারকে ব্য়বহার করা হয়েছিল নেগেটিভ চরিত্রে ৷ কারণ খলনায়িকা রিটা রেপুলসা তাঁকে বশিভূত করেছিল ৷ কিন্তু পরে, তিনি গ্রিন রেঞ্জার হিসাবে দলে অন্তর্ভুক্ত হন এবং শোতে সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে একজন হয়ে ওঠেন।

আরও পড়ুন:মৃত্যু নিয়ে তামাশা নয়, কী করছেন ভেবে করুন; অনিন্দ্য

1993 সালে প্রথমবার ফক্স চ্যানেলে দেখানো হয়েছিল এই শোটি ৷ প্রথমে অবশ্য় শোয়ে তাঁর চরিত্রটি স্থায়ী ছিল না ৷ কিন্তু এক্ষেত্রেও তাঁর জনপ্রিয়তা লেখকদের নতুন করে ভাবতে সাহায্য করে ৷ ফ্রাঙ্ককে পরে হোয়াইট রেঞ্জার এবং দলের নেতা হিসাবে ফিরিয়ে আনা হয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details