কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজো মানেই যেমন নতুন জামা এবং জুতো, তেমনই পুজো মানে নতুন গানও (Poushali New Song)। এই ট্রেন্ড কোনও নতুন ট্রেন্ড নয় ৷ পুজোয় পছন্দের শিল্পীদের নতুন গান শ্রোতাদের বহুদিনের অভ্যেস ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে শান, অনেকেই তাঁদের পুজোর গান সামনে এনেছেন ৷ এবার পালা 'সারেগামাপা'-খ্যাত পৌষালীর (Poushali Banerjee new Song Dugga elo Dugga elo) ৷
মহালয়ার পুণ্য লগ্নে আপামর বাঙালির মন জয় করতে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'- এর তরফে সামনে এসেছে 'দুগ্গা এলো দুগ্গা এলো' শীর্ষক একটি গান । এই গানেই কণ্ঠ দিয়েছেন পৌষালী বন্দ্যোপাধ্যায় । সুর দিয়েছেন দেবজিৎ রায় ৷ আর গানটির কথা লিখেছেন কাকলি চট্টোপাধ্যায়। এই গানের সঙ্গেও মানানসই ভিডিয়ো রয়েছে । গানটির শুটিং হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। আগামিদিনে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'-এর মূল লক্ষ্যই হবে বাংলা গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া (New Song Dugga elo dugga elo)।