পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Poushali New Song : পুজোয় পৌষালীর নতুন গান 'দুগ্গা এলো দুগ্গা এলো' - Poushali Banerjee new Song Dugga elo Dugga elo

পুজো মানেই হল নতুন গান(Poushali New Song ) । এবার পালা 'সারেগামাপা' খ্যাত পৌষালীর (Poushali Banerjee new Song Dugga elo Dugga elo )৷ তাঁর কণ্ঠেই এবার সামনে এল 'দুগ্গা এলো দুগ্গা এলো' শীর্ষক একটি গান ।

Poushali Banerjee new Song Dugga elo Dugga elo
পৌষালীর পুজোর নতুন গান ' দুগ্গা এলো দুগ্গা এলো'

By

Published : Sep 27, 2022, 5:01 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজো মানেই যেমন নতুন জামা এবং জুতো, তেমনই পুজো মানে নতুন গানও (Poushali New Song)। এই ট্রেন্ড কোনও নতুন ট্রেন্ড নয় ৷ পুজোয় পছন্দের শিল্পীদের নতুন গান শ্রোতাদের বহুদিনের অভ্যেস ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে শান, অনেকেই তাঁদের পুজোর গান সামনে এনেছেন ৷ এবার পালা 'সারেগামাপা'-খ্যাত পৌষালীর (Poushali Banerjee new Song Dugga elo Dugga elo) ৷

মহালয়ার পুণ্য লগ্নে আপামর বাঙালির মন জয় করতে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'- এর তরফে সামনে এসেছে 'দুগ্গা এলো দুগ্গা এলো' শীর্ষক একটি গান । এই গানেই কণ্ঠ দিয়েছেন পৌষালী বন্দ্যোপাধ্যায় । সুর দিয়েছেন দেবজিৎ রায় ৷ আর গানটির কথা লিখেছেন কাকলি চট্টোপাধ্যায়। এই গানের সঙ্গেও মানানসই ভিডিয়ো রয়েছে । গানটির শুটিং হয়েছে শোভাবাজার রাজবাড়িতে। আগামিদিনে 'আঙুরবালা ফিল্মস মিউজিক'-এর মূল লক্ষ্যই হবে বাংলা গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া (New Song Dugga elo dugga elo)।

পৌষালীর থেকে এই নতুন গানটির অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি বলেন, "দুর্গাপুজোর প্রাক্কালে এই পুজোর গানটি নিয়ে আমি খুবই আশাবাদী । আশা রাখি ভাল লাগবে সকলের ।" একটা সময় লোকগান গেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন পৌষালী ৷ তাঁর নতুন গানটি কতটা মন জিতে নিতে পারে, সেটাই দেখার ৷

আরও পড়ুন:পুজোয় কী খান, কোন পানীয়ে আসক্তি? দেবকে অকপট জানালেন বুম্বা

প্রসঙ্গত, আমরা যদি ইতিহাসের পাতা উলটে পিছনের দিকে যাই, তাহলে দেখব বাংলা পুজোর গান কতটা সমৃদ্ধ । সেই ধারা অব্যাহত রাখতেই অভিনেতা তথা প্রযোজক অনুপ পান গানের জগতে নিয়ে এলেন 'আঙুরবালা ফিল্মস মিউজিক'। আর সেই সংস্থা এবার সামনে আনল একটি পুজোর গান ৷ ' দুগ্গা এলো দুগ্গা এলো' গানটি রয়েছে সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলে ৷

ABOUT THE AUTHOR

...view details