মুম্বই, 25 ডিসেম্বর: গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Death Case)৷ তাঁর ময়নাতদন্তের রিপোর্ট সেই তথ্যই তুলে ধরেছে বলে জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)৷
রবিবার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) চন্দ্রকান্ত যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, "তুনিশা শর্মা একটি টিভি শোতে অভিনেত্রী হিসেবে কাজ করতেন । তুনিশা শর্মা ও শিজান খানের প্রেমের সম্পর্ক ছিল । 15 দিন আগে তাঁদের ব্রেকআপ হয়েছিল ৷ এর পরে তিনি তাঁর শোয়ের সেটে আত্মহত্যা করেছেন ৷" এসিপি আরও বলেন, "তুনিশার মা একটি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরই অভিযুক্ত শিজানকে (Sheezan Khan) গ্রেফতার করা হয় এবং তাঁকে আদালতে হাজির করা হয় ৷ তাঁকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত । ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে তুনিশার মৃত্যুর কারণ ফাঁসি বলে উল্লেখ করা হয়েছে ।"
'আলি বাবা: দাস্তান-ই-কাবুল'-এ শিজানের সহ-অভিনেত্রী তুনিশাকে (Entertainment news) শো-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ এরপরই শিজানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306 ধারার অধীনে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করা হয়েছে (Tunisha Sharma death)। রবিবার তাঁকে ওয়ালিভ থানার আধিকারিকরা ভাসাই আদালতে নিয়ে যান । আদালতে শিজানের আইনজীবী শরদ রাই সাংবাদিকদের বলেন, "পুলিশ এবং আদালত কাজ করছে । তাঁকে (শিজান খান) আদালতে হাজির করা হয়েছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ।"