মাদ্রিদ, 30 জুলাই:আইনি জটিলতার ফাঁদে পড়ে জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে ৷ খবর অনুযায়ী, কর ফাঁকি সংক্রান্ত একটি মামলায় 8 বছর পর্যন্ত জেল হতে পারে এই গায়িকার (Shakira income tax case)৷ 2012 থেকে 2014 সাল পর্যন্ত স্প্যানিশ ট্যাক্স অফিসে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে শাকিরার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এই ক্ষেত্রে স্প্যানিশ প্রসিকিউটরের তরফে এই নোটিশ আসার পর দু'টি পথ খোলা ছিল শাকিরার কাছে ৷ একটি হল জরিমানা দেওয়া এবং অন্যটি হল পুরো বিষয়টির নির্দিষ্ট তদন্ত ৷ তদন্তেরই সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা ৷
স্প্যানিশ প্রসিকিউটর শুক্রবার স্পষ্টভাবে বলেছেন যে তিনি গায়িকার বিরুদ্ধে 8 বছরের সাজার দাবি করবেন । কারণ গায়িকা কর ফাঁকির বিষয়টি উপেক্ষা করে একটি বড় ভুল করেছেন । এর পাশাপাশি তাঁর কাছ থেকে 45 মিলিয়ন ডলার জরিমানাও দাবি করা হবে । প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রায় 60 মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে শাকিরার ৷ তাঁর অবশ্য় দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ তাই নির্দিষ্ট তদন্ত চান ৷ এই কারণেই আদালতে আবেদনও জানিয়েছেন তিনি ৷