চেন্নাই, 10 জুন : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পর এবার বেসরকারি এক বিমানসংস্থার স্টাফের বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে৷ বৃহস্পতিবার ইন্ডিগোর এক স্টাফ তাঁর কস্টিউম অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনও কারণ ছাড়াই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পূজার ৷ এর বিরুদ্ধে টুইটারে সরব হলেন তিনি (Pooja Hegde lambasts IndiGo staffer) ৷
পূজা লিখেছেন, "বিপুল নাকাশে নামে ইন্ডিগোর এক সদস্য আজকে মুম্বই থেকে ফ্লাইট নেওয়ার সময় আমাদের সঙ্গে যে অভদ্র আচরণ করেছেন তা নিয়ে অত্যন্ত দুঃখিত । কোনও কারণ ছাড়াই তিনি অহংকারী, মেজাজি এবং হুমকির সুরে আমাদের সঙ্গে কথা বলেছেন । সাধারণত আমি এই বিষয়ে টুইট করি না । কিন্তু এই সমস্য়া সত্যিই ভয়ঙ্কর ছিল ।"
প্রসঙ্গত, পূজার টুইটটি সামনে আসতেই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইনসও ৷ তাঁরা ক্ষমা চেয়ে লেখে, "আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মিসেস হেগড়ে । আমরা আপনার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখছি যাতে এর কোনও পুনরাবৃত্তি না হয়।"