পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 10, 2022, 1:37 PM IST

ETV Bharat / entertainment

Pooja Hegde on IndiGo : ঋতুপর্ণার পর এবার বেসরকারি বিমান সংস্থার দুর্ব্যবহারের বিরুদ্ধে সরব পূজা হেগড়েও

বেসরকারি এক বিমান সংস্থার এক স্টাফের বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে ৷ বৃহস্পতিবার ইন্ডিগোর এক স্টাফ তাঁর কস্টিউম অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনও কারণ ছাড়াই দুর্ব্যবহার করেন ৷ তার বিরুদ্ধেই সরব হলেন তিনি (Pooja Hegde lambasts IndiGo staffer)৷

Pooja Hegde on IndiGo
ঋতুপর্ণার পর এবার বেসরকারি বিমান সংস্থার স্টাফের দুর্ব্যবহারের বিরুদ্ধে সরব পূজা হেগড়েও

চেন্নাই, 10 জুন : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পর এবার বেসরকারি এক বিমানসংস্থার স্টাফের বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে৷ বৃহস্পতিবার ইন্ডিগোর এক স্টাফ তাঁর কস্টিউম অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনও কারণ ছাড়াই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পূজার ৷ এর বিরুদ্ধে টুইটারে সরব হলেন তিনি (Pooja Hegde lambasts IndiGo staffer) ৷

পূজা লিখেছেন, "বিপুল নাকাশে নামে ইন্ডিগোর এক সদস্য আজকে মুম্বই থেকে ফ্লাইট নেওয়ার সময় আমাদের সঙ্গে যে অভদ্র আচরণ করেছেন তা নিয়ে অত্যন্ত দুঃখিত । কোনও কারণ ছাড়াই তিনি অহংকারী, মেজাজি এবং হুমকির সুরে আমাদের সঙ্গে কথা বলেছেন । সাধারণত আমি এই বিষয়ে টুইট করি না । কিন্তু এই সমস্য়া সত্যিই ভয়ঙ্কর ছিল ।"

প্রসঙ্গত, পূজার টুইটটি সামনে আসতেই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইনসও ৷ তাঁরা ক্ষমা চেয়ে লেখে, "আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মিসেস হেগড়ে । আমরা আপনার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখছি যাতে এর কোনও পুনরাবৃত্তি না হয়।"

আরও পড়ুন : নন্দনেও 'ভালবাসার মরশুম', বিবাদ শেষে জায়গা পেল সৃজিতের 'X=প্রেম'

এই টুইটের উত্তর দিয়েছেন পূজাও ৷ সংস্থাটি যেভাবে ক্ষমা চেয়েছে সে প্রসঙ্গে তিনি লেখেন, "ওই আচরণের পরিপ্রেক্ষিতে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য় ধন্যবাদ কিন্ত সত্যি বলতে প্রথমে ক্ষমা চাওয়া উচিত আমার কস্টিউম অ্যাসিসট্য়ান্টের কাছে যাঁর প্রতি তিনি বৈষম্যমূলক আচরণ করেছেন এবং তারপর সবশেষে আমাদের কাছে । প্রত্যেকের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করা উচিত তা তিনি যেই হন বা যেখান থেকেই আসুন ৷ কথা বলার একটা পদ্ধতি আছে ৷ "

টুইটে পূজা আরও জানিয়েছেন কী নিয়ে আসলে এই সমস্য়া শুরু হয় ৷ তিনি লেখেন,"আপনি পার্সকে হ্যান্ড লাগেজ ধরে নিতে পারেন না এবং তার জন্য় আসল ক্য়ারি অন লাগেজটিকে আটকে দিতে পারেন না ৷" তিনি আরও যেভাবে তাঁদের হুমকি দেওয়া হয়েছে তাও অত্যন্ত অশালীন ৷ আর অন্যদের সঙ্গে যাতে এই ব্যবহার করা না হয় সে কারণেই এই টুইটটি তিনি করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details