পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ponniyin Selvan Trailer: ক্ষমতার দ্বন্দ্বের গল্প বলবে মনিরত্নমের 'পোন্নিয়ান সেলভান', হাজির ট্রেলার - Ponniyin Selvan trailer Out

সামনে এল পরিচালক মনিরত্নমের নতুন ছবি 'পোন্নিয়ান সেলভান' -এর ট্রেলার (Ponniyin Selvan trailer Out)৷ আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Ponniyin Selvan trailer
ক্ষমতার দ্বন্দ্বের গল্প বলবে মনিরত্নমের 'পোন্নিয়ান সেলভান', হাজির ট্রেলার

By

Published : Sep 7, 2022, 1:59 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর:অবশেষে সামনে এল পরিচালক মনিরত্নমের বহুপ্রত্যাশিত 'পোন্নিয়ান সেলভান' ছবির ট্রেলার (Ponniyin Selvan trailer Out)৷ এই ঐতিহাসিক ছবিতে ফুটে উঠবে চোল সাম্রাজ্যের অন্তর্নিহিত ক্ষমতার দন্দ্ব (Ponniyin Selvan Part 1 ) ৷ মঙ্গলবার ট্রেলারেও দেখা গেল তারই ঝলক ৷ ট্রেলারেই বোঝা গিয়েছে, প্রাচীন এক যুগকে কী দারুণভাবে ফিরিয়ে আনা হয়েছে এই ছবিতে ৷ 'পিএস 1'-এ যুদ্ধ বিগ্রহের বিষয়টিকেও যেভাবে তৈরি করা হয়েছে তা যথেষ্ট আশা জাগায় (trailer of Ponniyin Selvan Part 1)৷

গত 6 সেপ্টেম্বর চেন্নাইতে একটি জমকালো ইভেন্টের মাধ্যমে ছবির মিউজিক এবং ট্রেলার মুক্তি পায় ৷ ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, কার্তি, তৃশা এবং জয়ম রবি সকলেই উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে (Ponniyin Selvan trailer )৷ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক জায়া ৷ একদিকে যেমন দর্শকরা তাঁকে দেখবেন রাজকন্যা নন্দিনীর চরিত্রে তেমনই আবার মন্দাকিনী দেবীর চরিত্রেও ধরা দেবেন তিনি ৷ প্রায় বছর চারেক বাদে বড় পর্দায় ফিরতে চলেছেন মিসেস বচ্চন ৷ শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল 2018 সালে 'ফান্নে খান' ছবিতে (Aishwariya new flim Ponniyin Selvan)৷

ছবিতে আদিত্য করিকালানের ভূমিকায় অভিনয় করবেন বিক্রম, কার্তিকে দেখা যাবে ভান্থিয়াথেন চরিত্রে, তৃশা ফুটিয়ে তুলবেন কুন্দ বাইয়ের চরিত্র আর অন্যদিকে রবিকে দেখা যাবে অরুণমোঝি বর্মনের চরিত্রে ৷

আরও পড়ুন:নাচের মঞ্চে ছোটরা পাড়ি দেবে ওয়ান্ডারল্যান্ডে, এই সপ্তাহে রূপকথার চমক

দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের কাহিনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে নতুন এই ছবির গল্প ৷ ছবিতে সামনে আসতে চলেছে পরিবারের বিভিন্ন শাখাপ্রশাখার মধ্য়ে তৈরি হওয়া ক্ষমতা দখলের লড়াই ৷ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৷ আগামী 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details